Bangladesh Violence: রাতভর উত্তাল বাংলাদেশ, মুজিবুরের বাড়িতে ফের ভাঙচুর! আওয়ামী লিগ ও সংবাদপত্রের অফিসে আগুন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Bangladesh Violence: ফের অশান্ত বাংলাদেশ। জুলাই আন্দোলনের অন্যতম মুখ তথা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির বৃহস্পতিবার রাতে মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পর থেকেই ঢাকায় তুমুল উত্তেজনা তৈরি হয়।
advertisement
1/7

ফের অশান্ত বাংলাদেশ। জুলাই আন্দোলনের অন্যতম মুখ তথা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির বৃহস্পতিবার রাতে মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পর থেকেই ঢাকায় তুমুল উত্তেজনা তৈরি হয়। (ছবি সৌজন্যে এক্স)
advertisement
2/7
উত্তেজিত জনতার রোষ থেকে রেহাই পেলেন না সাংবাদিকেরাও। বৃহস্পতিবার রাতে বাংলাদেশের দুই সংবাদপত্র 'প্রথম আলো' এবং 'দ্য ডেলি স্টার'-এর দফতরে ভাঙচুরের পরেই আগুন ধরিয়ে দেওয়া হয়। (ছবি সৌজন্যে এক্স)
advertisement
3/7
'বিবিসি বাংলা'-র প্রতিবেদন অনুসারে, দমকল আগুন নিয়ন্ত্রণে আনার পর ভিতরে আটকে পড়া সাংবাদিকদের উদ্ধার করা হয়। আটকে পড়া সাংবাদিকদের একাংশ পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন। (ছবি সৌজন্যে এক্স)
advertisement
4/7
শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির বাড়িতে ফের ভাঙচুর চালানো হয়েছে। স্থানীয় সংবাদপত্রগুলি জানিয়েছে, রাজশাহীতেও মুজিবের অপর একটি বাড়ি এবং আওয়ামী লীগের দফতর ভাঙচুর করা হয়েছে। (ছবি সৌজন্যে এক্স)
advertisement
5/7
বাংলাদেশের বহু জায়গাতেই বিক্ষোভকারীদের মুখে ছিল শেখ হাসিনা এবং ভারত-বিরোধী স্লোগান। চট্টগ্রামে ভারতীয় উপদূতাবাস লক্ষ্য করে ঢিল-পাটকেল ছোড়়ার অভিযোগ উঠেছে। রাত থেকে উপদূতাবাসের সামনে অবস্থানে বসেছেন ছাত্র-যুবদের একাংশ। (ছবি সৌজন্যে এক্স)
advertisement
6/7
আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত অবনতি নিয়ে চিন্তিত মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারও। পরিস্থিতি পর্যালোচনা করতে শনিবার ঢাকায় উচ্চপর্যায়ের বৈঠক ডেকেছেন ইউনূস। (ছবি সৌজন্যে এক্স)
advertisement
7/7
বৃহস্পতিবার রাতে হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ঢাকার শাহবাগে জমায়েত করেছিলেন বহু মানুষ। তার পরেই দেশের বিভিন্ন শহরে বিক্ষোভ শুরু হয়। রাতেই ইউনূস জানিয়েছেন, হাদির মৃত্যুতে আগামী শনিবার বাংলাদেশে শোকদিবস পালন করা হবে। জাতীয় পতাকাও অর্ধনমিত রাখা হবে। সেই সঙ্গে তিনি জানান, ওসমানের স্ত্রী ও সন্তানের দায়িত্ব গ্রহণ করবে সরকার। (ছবি সৌজন্যে এক্স)