TRENDING:

Bangladesh Pakistan Relation: ভারতকে 'অগ্রাহ্য'! বাংলাদেশের ব্যবসায়ীরা এবার চাইছে পাকিস্তানকে! পাক মন্ত্রীর সঙ্গে যা প্ল্যান করা হচ্ছে, শুনে চমকে উঠবেন

Last Updated:
Bangladesh Pakistan Relation: শনিবার তিন দিনের সফরে ঢাকায় এসেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী ইসহাক দার। তার এই সফরের মধ্যেই উপরোক্ত বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।
advertisement
1/6
ভারতকে 'অগ্রাহ্য'! বাংলাদেশের ব্যবসায়ীরা এবার চাইছে পাকিস্তানকে! তৈরি হচ্ছে প্ল্যান
ঢাকা: ভারতকে চাপে রাখতে এবার বাংলাদেশের ব্যবসায়ীদের নজর পাকিস্তানের দিকে। পাকিস্তানের সঙ্গে সরাসরি ফ্লাইট এবং নিয়মিত শিপিং সেবা পুনরায় চালুর প্রস্তাব দিয়েছেন তারা। এতে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর হবে বলে আশা করা করছে বাংলাদেশের ব্যবসায়ীরা। এছাড়া তৈরি পোশাক ও কৃষি খাতে সহযোগিতা এবং বাণিজ্যের ডিজিটালাইজেশনের বিষয়েও আলোচনা হয়েছে বলে খবর।
advertisement
2/6
শনিবার তিন দিনের সফরে ঢাকায় এসেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী ইসহাক দার। তার এই সফরের মধ্যেই উপরোক্ত বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।
advertisement
3/6
জানা গিয়েছে, ঢাকা-করাচি বাণিজ্যিক সংযোগে নতুন উদ্যোগের আলোচনাটি হয় পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান এবং বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা বশিরউদ্দিনের মধ্যে সম্প্রতি চট্টগ্রাম সফরের সময়।
advertisement
4/6
পাকিস্তানের বাণিজ্যমন্ত্রীর এক দিনের ওই সফরে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেলা প্রশাসন ও বিমানবন্দর কর্তৃপক্ষ অতিথিদের স্বাগত জানায়।
advertisement
5/6
ওই সময় জাম কামাল খান ও বশিরউদ্দিন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। বাংলাদেশি জাহাজ ভাঙা শিল্প পরিদর্শন করেন এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। চট্টগ্রামের ব্যবসায়ী মহল পাকিস্তান-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক নিয়ে তাদের মতামত তুলে ধরেন এবং সরাসরি ফ্লাইট ও শিপিং সেবা পুনরায় চালুর পাশাপাশি বাণিজ্যের ডিজিটালাইজেশনের প্রস্তাব দেন।
advertisement
6/6
আলোচনায় পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী ও বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা ব্যবসায়ীদের আশ্বস্ত করেছেন যে, শীঘ্রই একটি যৌথ বাণিজ্য ওয়ার্কিং গ্রুপ গঠন করা হবে। এর মাধ্যমে বাণিজ্য সংক্রান্ত আলোচনার প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি হবে।
বাংলা খবর/ছবি/বিদেশ/
Bangladesh Pakistan Relation: ভারতকে 'অগ্রাহ্য'! বাংলাদেশের ব্যবসায়ীরা এবার চাইছে পাকিস্তানকে! পাক মন্ত্রীর সঙ্গে যা প্ল্যান করা হচ্ছে, শুনে চমকে উঠবেন
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল