TRENDING:

Bangladesh News: গঙ্গা-পদ্মা নয়! 'তাদের' দেখা মিলল মানসাই নদীতে, চওড়া হাসি মৎস্যজীবীদের মুখে...

Last Updated:
Bangladesh News: ঝাঁকে ঝাঁকে বড় ইলিশ ধরা পড়তে শুরু করেছে। আর তাতেই খুশির হাওয়া মৎস্যজীবীদের মধ্যে।
advertisement
1/6
গঙ্গা-পদ্মা নয়! 'তাদের' দেখা মিলল মানসাই নদীতে, চওড়া হাসি মৎস্যজীবীদের মুখে...
কোচবিহারের মাথাভাঙা শহর সংলগ্ন মানসাই নদী। সেই নদীতেই এবার মিলল ইলিশ মাছ। উত্তরবঙ্গের এই নদীতে ইলিশ মেলা একদম বিরল ঘটনা না হলেও তা বেশ অবাক করা ঘটনা বটে। প্রায় ৪০০ কিলোমিটার উজিয়ে ইলিশ গিয়েছে এই নদীতে। এর ফলে খুশি সেখানকার স্থানীয় মৎসজীবীরা। ​
advertisement
2/6
মানসাই নদীটি বাংলাদেশে ঢুকে মিশেছে ব্রহ্মপুত্র নদীর সঙ্গে। ব্রহ্মপুত্র নদী বাংলাদেশে মিশেছে পদ্মার সঙ্গে। পদ্মা থেকে মানসাইয়ের নদীপথে দূরত্ব প্রায় ৪০০ কিলোমিটার। এতটা নদীপথ উজিয়ে খুব সংখ্যক ইলিশ মানসাই নদীতে আসে। স্থানীয়দের দাবি, তিনবছর আগে অবশ্য মানসাইতে ভালো পরিমাণ ইলিশ ধরা পড়েছিল। আর এবছরও ভালো ইলিশ ধরা পড়ার ইঙ্গিত মিলেছে।
advertisement
3/6
​যেখানে কালেভদ্রে এক আধটা ইলিশ ঢুকে যায়, সেখানে ঝাঁকে ঝাঁকে ঢুকছে ইলিশ। উত্তরবঙ্গের প্রত্যন্ত কোচবিহারের মাথাভাঙা শহর লাগোয়া মানসাই নদীতে। সেই মানসাইতে আচমকা ঝাঁকে ঝাঁকে ইলিশ ঢোকাতে অবাক মৎস্যজীবী থেকে শুরু করে সাধারণ মানুষ ও মৎস্যদফতরের কর্মী ও আধিকারিকরা।
advertisement
4/6
ভোলা সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জামাল হোসাইন জানান, এখন ইলিশের মৌসুম চলছে। কিছুদিনের মধ্যেই এরা ডিম ছাড়বে। তাই সাগর থেকে ঝাঁকে ঝাঁকে বড় আকারের ইলিশ নদীতে আসতে শুরু করেছে। এই বড় ইলিশ তারই প্রমাণ। এখন জেলদের জালে প্রচুর ইলিশ ধরা পড়ছে। একইসঙ্গে এই প্রসঙ্গে বছর দুয়েক আগে মনপুরায় প্রায় চার কেজি ওজনের একটি ইলিশ ধরা পড়ার কথাও জানান মৎস্য বিভাগের কর্মকর্তা।
advertisement
5/6
সবার আশা, নভেম্বর জুড়ে মানসাইয়ে জলে মিলবে রুপোলি শস্য। এই মাছের স্বাদ গঙ্গা-পদ্মার মাছের মতো অতটা না হলেও স্থানীয় ভাবে ধরা পড়া মাছের চাহিদা নেহাতই কম নয়।
advertisement
6/6
পদ্মা থেকে গঙ্গায় ইলিশ আসার অপেক্ষায় ভারতবাসী। ওদিকে ভারতে ইলিশ তো এল, তবে গঙ্গায় নয়, উত্তরবঙ্গের অখ্যাত মানসাই নদীতে। ঝাঁকে ঝাঁকে বড় ইলিশ ধরা পড়তে শুরু করেছে। আর তাতেই খুশির হাওয়া মৎস্যজীবীদের মধ্যে।
বাংলা খবর/ছবি/বিদেশ/
Bangladesh News: গঙ্গা-পদ্মা নয়! 'তাদের' দেখা মিলল মানসাই নদীতে, চওড়া হাসি মৎস্যজীবীদের মুখে...
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল