Bangladesh constitution change: বাংলাদেশের সংবিধান থেকে বাদ যেতে পারে ধর্মনিরপেক্ষতা! ইউনূসের আমলে বিরাট পরিবর্তনের ইঙ্গিত
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Bangladesh constitution change: বাংলাদেশের সংবিধানে বিরাট পরিবর্তন আসতে চলেছে। বিভিন্ন পরিবর্তনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসাবে বাংলাদেশের সংবিধান থেকে বাদ যেতে পারে ধর্মনিরপেক্ষতা।
advertisement
1/6

বাংলাদেশের সংবিধানে বিরাট পরিবর্তন আসতে চলেছে। বদলে যেতে পারে বাংলাদেশের নামও। সেই সঙ্গে আরও একাধিক পরিবর্তন আনার সুপারিশ করা হয়েছে।
advertisement
2/6
বিভিন্ন পরিবর্তনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসাবে বাংলাদেশের সংবিধান থেকে বাদ যেতে পারে ধর্মনিরপেক্ষতা। এমনটাই সুপারিশ করেছে বাংলাদেশের সংবিধান সংস্কার কমিশন।
advertisement
3/6
বাংলাদেশের সংবাদমাধ্যম ‘প্রথম আলো’তে প্রকাশিত খবর অনুযায়ী, বাংলাদেশের সংবিধানে দেশ পরিচালনার যে চার মূলনীতি রয়েছে সেগুলি হল জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা।
advertisement
4/6
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশ স্বাধীন হওয়ার পর বাহাত্তরে যে সংবিধান পাশ হয় তাতে এই চার মূলনীতি গৃহীত হয়েছিল।
advertisement
5/6
এই চার মূলনীতির মধ্যে তিনটি নীতি অর্থাৎ ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র এবং জাতীয়তাবাদ বাদ দেওয়া সুপারিশ করা হয়েছে। ‘প্রথম আলো’তে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী যে পাঁচ নীতির সুপারিশ করা হয়েছে তার মধ্যে রয়েছে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ ও গণতন্ত্র।
advertisement
6/6
এই সুপারিশের খবর প্রকাশ্যে আসতেই সিঁদুরে মেঘ দেখছেন বাংলাদেশের সংখ্যালঘুরা। ইউনূস সরকার পতনের পর থেকেই সংখ্যালঘুদের উপর নিয়মিত অত্যাচারের অভিযোগ উঠছে। এর পরে সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা বাদ গেলে পরিস্থিতি কতটা বদলাতে পারে সেটাই দেখার।