TRENDING:

Bangladesh News: বড় অভিমানী! বাসর ঘরের মনমালিন্য কেড়ে নিল প্রাণ! আত্মঘাতী নতুন বর...

Last Updated:
Bangladesh News: বিয়েবাড়িতে এমন বিষাদ নেমে আসবে তা যে কল্পনাতেও ভাবতে পারেননি কেউ। উৎসবমুখর পরিবার পরিজন শোকে পাথর।
advertisement
1/8
বড় অভিমানী! বাসর ঘরের মনমালিন্য কেড়ে নিল প্রাণ! আত্মঘাতী নতুন বর...
মর্মান্তিক ঘটনা। নবপরিণীতা স্ত্রীকে বাসরঘরে রেখেই আত্মহত্যা করল স্বামী (Groom)। ঘটনাটি ঘটেছে বাংলাদেশের (Bangaldesh) পঞ্চগড়ের দেবীগঞ্জে(Bangladesh News)। আকস্মিক এই ঘটনায় বিয়েবাড়ির আনন্দ নিমেষে উধাও হয়ে যায় মুহূর্তে। উৎসবমুখর পরিবার পরিজন শোকে পাথর। সানাইয়ের সুর যেন এক লহমায় মলিন করে দিল বিলাপের সুর। Photo : Collected
advertisement
2/8
পুলিশ সূত্রে খবর, চিলাহাটি চরতিস্তাপাড়া (Bangladesh News) এলাকার আত্মঘাতী (Suicide) যুবকের নাম বাবুল হোসেন। তার বয়স মাত্র ১৯ বছর। স্রেফ বাসরঘরে আত্মীয়দের থাকা নিয়ে ঝামেলার মধ্যে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বাবুল।
advertisement
3/8
বাবুলের পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে বোদার দিনবাজার এলাকার সবারউদ্দিনের মেয়ে সাবিনা ইয়াসমিনকে বিয়ে করে বছর উনিশের ওই যুবক। পরের দিন অর্থাৎ শনিবার (Bangladesh News) নববধূকে নিয়ে বাড়িতে ফেরে সে।
advertisement
4/8
এরপরেই বাসর ঘরে থাকা নিয়ে স্ত্রীর পরিবারের সদস্যদের সঙ্গে বাবুলের সামান্য মনোমালিন্য হয়। ঠিক হয়, বাসর রাতে বর-কনের সঙ্গে একই ঘরে থাকবেন কনের সঙ্গে আসা দাদি শামসুন্নাহার, বরের জামাইবাবু হুসেন ও তাঁর দুই সন্তান। বিষয়টি বাবুলের পছন্দ না হলেও সে তখনকার মতো মেনে নেয়।
advertisement
5/8
মেনে নিলেও মন মানে না বাবুলের। ভেতরে ভেতর বাড়তে থাকে অভিমান। গুমড়োতে থাকে মন। পরিবারের অভিযোগ, অপমান সহ্য করতে না পেরেই সম্ভবত বাসর রাতেই নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় বাবুল। আর তার পরেই ঘটে চরম অঘটন যা ঘটতে পারে এমনটা কল্পনাতেও ভাবতে পারেনি কেউ।
advertisement
6/8
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, রাতে সকলে ঘুমিয়ে পড়লে কোনও এক সময় সবার অগোচরে ওই ঘর থেকে বেরিয়ে বাবুল রান্নাঘরে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। ভোরে পরিবারের লোকজন বাবুলকে ঝুলন্ত অবস্থায় রান্নাঘরে দেখেন। আঁতকে ওঠেন তাঁরা। পরে প্রাথমিক শোক সামলে বাবুলের মৃতদেহ নামান। খবর পাঠানো হয় পুলিশে। ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।
advertisement
7/8
অন্যদিকে পুলিশের সূত্র অন্য কথা বলছে। দেবীগঞ্জ থানার এসআই (SI) শাকিলুর রহমান জানান, মৃতের পরিবারের লোকজনের কথাবার্তা ত্রুটিপূর্ণ। ফাঁস লাগানোর স্থানটি নিয়েও সন্দেহ রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
advertisement
8/8
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন বলেন, ‘‘এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ নেই। ফলে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। তবে ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে তবেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’’ এদিকে গোটা ঘটনায় শোকে পাথর বাবুলের নববধূ ও দুই পরিবার। হতবাক এলাকার মানুষ-জন। বিয়েবাড়িতে এমন বিষাদ নেমে আসবে তা যে কল্পনাতেও ভাবতে পারেননি কেউ।
বাংলা খবর/ছবি/বিদেশ/
Bangladesh News: বড় অভিমানী! বাসর ঘরের মনমালিন্য কেড়ে নিল প্রাণ! আত্মঘাতী নতুন বর...
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল