TRENDING:

Bangladesh News: পার পিস ২৫ টাকা! বাংলাদেশে বাজারে বাজারে ডিমের দামে আগুন! মাথায় হাত মধ্যবিত্তের

Last Updated:
Bangladesh News: দাম বৃদ্ধির কারণে হোটেলগুলিতেও মেনুতে ডিম রাখা বন্ধ করেছেন হোটেল মালিকরা। কেবল ভাজা করার জন্য কয়েক পিস রেখে বাকি মেনু সামলাতে হচ্ছে অন্য পদ দিয়েই।
advertisement
1/8
পার পিস ২৫ টাকা! বাংলাদেশে বাজারে বাজারে ডিমের দামে আগুন! মাথায় হাত মধ্যবিত্তের
বাংলাদেশে ক্রমশ জটিল হচ্ছে অর্থনৈতিক হাল। পেট্রল-ডিজেলের দামের পরে এবার নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে আকাশ ছোঁয়া। পেটে হাত পড়েছে আম আদমির। ডিম, পিঁয়াজ, সয়াবিন – সবেরই লাগামছাড়া মূল্যবৃদ্ধি জীবন দুর্বিসহ করে তুলেছে মধ্যবিত্তর। বাজারে গিয়ে নাভিশ্বাস উঠছে বাংলাদেশবাসীর।
advertisement
2/8
রাজধানী ঢাকায় ডিমের অত্যধিক মূল্যবৃদ্ধির কারণে কমে গিয়েছে ডিম বিক্রি। এখন এক পিস ডিম বিক্রি হচ্ছে ২৫ টাকায়। ডিমের এহেন দাম বৃদ্ধির কারণে বিদেশ থেকে ডিম আমদানির কথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। এর আগে ভারত থেকে বাংলাদেশে ডিম আমদানি করা হত।
advertisement
3/8
মধ্যবিত্তের সংসার চালাতে গিয়ে কার্যত নাভিঃশ্বাস উঠে গেছে। রোজকার জীবনে যা যা লাগে সেই সব নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অতিরিক্ত বেড়ে গিয়েছে। ঢাকায় চোখে পড়ার মতো কমে গিয়েছে ডিম বিক্রি। বাজারে প্রায় প্রতিটা জিনিসের দামই ঊর্ধ্বমুখী।
advertisement
4/8
হোটেল থেকে খামার, সব জায়গায় কমেছে ডিম বিক্রি। এক কথায় বাংলাদেশিরা এখন ডিমের থেকে মুখ ফিরিয়েছে এত দামের কারণে। কিন্তু কেন দাম বাড়ছে এত ডিমের? জানা গিয়েছে, পোল্ট্রি খাবারের দাম বাড়তেই ডিমের দাম বাড়ছে। পোল্ট্রিতে মুরগিদের মূলত খেতে দেওয়া হয় ভুট্টা। আর একজন সেই ভুট্টার দাম প্রতি কিলোতে বেড়ে হয়েছে ৩০-৩৫ টাকা।
advertisement
5/8
দাম বৃদ্ধির কারণে হোটেলগুলিতেও মেনুতে ডিম রাখা বন্ধ করেছেন হোটেল মালিকরা। কেবল ভাজা করার জন্য কয়েক পিস রেখে বাকি মেনু সামলাতে হচ্ছে অন্য পদ দিয়েই। তাও প্রতিটি ২৫ টাকায় বিক্রি করতে হচ্ছে। ঢাকার পাইকারি বাজারে চারটি ডিম ৪৪-৪৫ টাকায় বিক্রি হচ্ছে। ফলে আম আদমির হাল বেহাল। কোনওরকমে ডিম দিয়ে একবেলা ভাত খেতে গেলেও ৬৫-৭০ টাকা খরচ হচ্ছে।
advertisement
6/8
একই সঙ্গে বাড়ছে পেঁয়াজ এবং সোয়াবিনের দাম। সোয়াবিনের খৈল ৬০-৬৫ টাকা প্রতি কিলোতে বিক্রি হচ্ছে। পেঁয়াজ কোথাও ২৫ টাকায় বিক্রি হচ্ছে তো কোথাও আবার ২৮-৩০ টাকায় বিক্রি হচ্ছে। মূলত খুচরো ব্যবসায়ীরাই বেশি দামে বিক্রি করছেন পেঁয়াজ। ভারত থেকে যে পেঁয়াজ আমদানি করা হয়েছে বাংলাদেশে সেই পেঁয়াজ পাইকারি বাজারে বিকোচ্ছে ৩৪-৩৬ টাকায়, আর খুচরো বাজারে ৩৮-৪০ টাকায়।
advertisement
7/8
অন্যদিকে, ডিমের দাম বাড়াতে ঢাকায় আগে একটি হোটেলে যেখানে দিনে ৩০-৪০ টা ডিম বিক্রি হতো এখন সেখানে ১০ টা ডিম বিক্রি করতেও অসুবিধায় পড়তে হয় বিক্রেতাদের। এমন কথাই জানালেন ঢাকার এক হোটেল ব্যবসায়ী।
advertisement
8/8
অন্যদিকে, ঢাকারই আরেকটি হোটেলে যেহেতু ডিম তেমন বিক্রি হচ্ছে না সেহেতু ডিম বিক্রি বন্ধই করে দেওয়া হয়েছে। এভাবে প্রতিটা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ার কারণে নাজেহাল হয়ে গিয়েছে সাধারণ মানুষ। খরচ বেড়েছে বহু। কী করে সংসার চালাবেন সেই চিন্তায় পড়েছেন অনেকেই।
বাংলা খবর/ছবি/বিদেশ/
Bangladesh News: পার পিস ২৫ টাকা! বাংলাদেশে বাজারে বাজারে ডিমের দামে আগুন! মাথায় হাত মধ্যবিত্তের
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল