TRENDING:

Bangladesh News: সেদিন সিরাজগঞ্জে ১৫ পুলিশকর্মীকে খুঁজে খুঁজে পিটিয়ে খুন করেছিল কারা? 'কৃতিত্ব' নিল বিএনপি! তোলপাড় বাংলাদেশ

Last Updated:
Bangladesh News: বাংলাদেশের সরকার ও আভ্যন্তরীণ টালমাটাল পরিস্থিতির মধ্যে এবার খালেদা জিয়ার দল বিএনপি নেতার চাঞ্চল্যকর স্বীকারোক্তি।
advertisement
1/9
সেদিন সিরাজগঞ্জে ১৫ পুলিশকর্মীকে পিটিয়ে খুন করে কারা? 'কৃতিত্ব' নিল BNP! তোলপাড়
বাংলাদেশের সরকার ও আভ্যন্তরীণ টালমাটাল পরিস্থিতির মধ্যে এবার খালেদা জিয়ার দল বিএনপি নেতার চাঞ্চল্যকর স্বীকারোক্তি।
advertisement
2/9
গত ৪ অগাস্ট আওয়ামী লীগ সরকার পতনের এক দফা আন্দোলন চলাকালীন এনায়েতপুর থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক-সহ ১৩ পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়। সেই সঙ্গে অস্ত্র লুট ও থানা ভবনে অগ্নিসংযোগ করা হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই পুলিশকর্মী মারা যান।
advertisement
3/9
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নবনিযুক্ত সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সাইদুর রহমান ওরফে বাচ্চুর দাবি, 'সিরাজগঞ্জের এনায়েতপুরে যদি ১৫ জন পুলিশ নিহত না হত, তাহলে বাংলাদেশের পুলিশের মেরুদণ্ড ভাঙত না। আমরা সিরাজগঞ্জে আন্দোলন করে, বাংলাদেশের পুলিশের মেরুদণ্ড ভেঙে দিয়ে ২০২৪ সালের আন্দোলনকে ত্বরান্বিত করেছি।'
advertisement
4/9
বিএনপি নেতার এই বক্তব্য ঘিরে আপাতত তোলপাড় বাংলাদেশের একাংশ। আলোচনা-সমালোচনার পর তিনি অবশ্য একে 'স্লিপ অব টাং' বা মুখ ফসকে বলে ফেলেছেন বলে দুঃখপ্রকাশ করেছেন।
advertisement
5/9
বিএনপি নেতা সাইদুর ১৫ জন পুলিশকর্মী খুনের 'কৃতিত্ব' দাবি করে গত বৃহস্পতিবার শাহজাদপুর উপজেলার বাঘাবাড়িতে মিল্ক ভিটার উদ্যোগে প্রাথমিক সমবায় সমিতির সদস্যদের নিয়ে মতবিনিময় সভায় মন্তব্য করেন।
advertisement
6/9
এই বক্তব্যের ভিডিও তিনি তাঁর নিজের ফেসবুকেও পোস্ট করেছিলেন। ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে আলোচনা-সমালোচনা শুরু হয়। এর পর থেকে সাইদুর রহমানের ফেসবুকে পোস্ট করা সেই ভিডিও আর দেখা যাচ্ছে না।
advertisement
7/9
ওই ভিডিও ফেসবুকে পোস্ট হতেই অনেকের পাল্টা মন্তব্য, 'কারা পুলিশ হত্যা করেছিল, সেটা সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমানের মুখেই শুনুন। অথচ এই পুলিশ হত্যা মামলায় সাবেক মন্ত্রী প্রবীণ আওয়ামী লীগ নেতা আবদুল লতিফ বিশ্বাস এখন জেলে।'
advertisement
8/9
প্রবল সমালোচনা-বিক্ষোভ শুরু হতেই সাইদুর রহমান আরও বলেন, 'ওই বক্তব্যে আমি বলেছিলাম, সিরাজগঞ্জের এনায়েতপুরে ১৫ জন পুলিশ নিহত হয়েছেন। সেই নিহতের মধ্য দিয়ে পুলিশের মেরুদণ্ডটা ভেঙে গেছে। মেরুদণ্ড ভেঙে যাওয়ার কারণে সারা দেশের আন্দোলন ত্বরান্বিত হয়েছে। দুঃখের সঙ্গে বলতে চাই, হীন উদ্দেশ্য সফল করার লক্ষ্যে আমার বক্তব্য বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করেছে।'
advertisement
9/9
এর তীব্র নিন্দা-প্রতিবাদ জানান তিনি। সেই সঙ্গে বিএনপির বিরুদ্ধে নানা ধরনের অশুভ ও উদ্দেশ্যমূলক ষড়যন্ত্র হচ্ছে দাবি করে নেতা-কর্মীদের সতর্ক থাকার জন্য আহ্বান জানান বিএনপির কেন্দ্রীয় এই নেতা।
বাংলা খবর/ছবি/বিদেশ/
Bangladesh News: সেদিন সিরাজগঞ্জে ১৫ পুলিশকর্মীকে খুঁজে খুঁজে পিটিয়ে খুন করেছিল কারা? 'কৃতিত্ব' নিল বিএনপি! তোলপাড় বাংলাদেশ
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল