TRENDING:

Bangladesh News: মহম্মদ ইউনূস-বাংলাদেশের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র! পিছনে হাসিনার দলের লোক? তোলপাড় বাংলাদেশ

Last Updated:
Bangladesh News: শনিবার তাকে আদালতে তোলা হলে তাকে জেল হেফাজতে পাঠানো হয়েছে। শুক্রবার রাতে উপজেলা সদর থেকে তাকে গ্রেফতার করা হয়।
advertisement
1/6
মহম্মদ ইউনূস-বাংলাদেশের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র! পিছনে হাসিনার দলের লোক?
বাংলাদেশে এক আওয়ামি লিগ সদস্যের কীর্তিতে ছড়িয়েছে চাঞ্চল্য। ওই আওয়ামি লিগ নেতা এক সোশ্যাল মিডিয়া পোস্টে রক্ত মাখা ছুরি উঁচিয়ে বাংলাদেশের পদাধিকার বলের দিক থেকে তাবড় তিন ব্যক্তিত্বকে খুনের হুমকি দিয়েছেন। রয়েছে এমনই অভিযোগ।
advertisement
2/6
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রক্তমাখা ছুরি দেখিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস, প্রধান বিচারপতি ও সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত মো. আলমগীর (৫০) নামে আওয়ামী লীগের এক কর্মীকে চট্টগ্রামের ফটিকছড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ।
advertisement
3/6
‎‎শনিবার তাকে আদালতে তোলা হলে তাকে জেল হেফাজতে পাঠানো হয়েছে। শুক্রবার রাতে উপজেলা সদর থেকে তাকে গ্রেফতার করা হয়। ‎গ্রেফতার হওয়া ওই ব্যক্তি উপজেলার জাফতনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মহসিনের বাড়ির ছুন্নু মিয়ার ছেলে এবং স্থানীয় আওয়ামী লীগ কর্মী।
advertisement
4/6
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আলমগীর রক্তমাখা একটি ছুরি নিয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি ও সেনাপ্রধানকে হত্যার হুমকি দিচ্ছেন। ভিডিওতে অশ্লীল ভাষায় গালাগাল করতে দেখা যায় তাকে। দ্রুত ভিডিওটি ভাইরাল হলে পুলিশ থাকে গ্রেফতার করে।
advertisement
5/6
‎‎ফটিকছড়ি থানার ওসি নুর আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, রক্তমাখা একটি ছুরি নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যার হুমকি দেওয়া হয়েছে।
advertisement
6/6
এমন একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর পুলিশ আলমগীরকে গ্রেফতার করে। পরে তাকে ফটিকছড়ি থানায় হওয়া একটি বিস্ফোরক মামলায় আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।
বাংলা খবর/ছবি/বিদেশ/
Bangladesh News: মহম্মদ ইউনূস-বাংলাদেশের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র! পিছনে হাসিনার দলের লোক? তোলপাড় বাংলাদেশ
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল