TRENDING:

Bangladesh Bridge: পদ্মা সেতু অতীত, বাংলাদেশে শুরুর অপেক্ষায় আরও এক বিরাট সেতু! চোখ ধাঁধিয়ে যাবে...

Last Updated:
Bangladesh Bridge: বেকুটিয়া সেতু চালু হলে বরিশালের সঙ্গে খুলনায় সড়কপথে আর কোনো ফেরি থাকবে না।
advertisement
1/5
পদ্মা সেতু অতীত, বাংলাদেশে শুরুর অপেক্ষায় আরও এক বিরাট সেতু! চোখ ধাঁধিয়ে যাবে...
পদ্মা সেতুকে (Padma Set) ঘিরে আলোড়ন পড়েছে গোটা বাংলাদেশ জুড়ে। গোটা বিশ্বেই নজর কেড়েছে এই সেতু। এবার আরও এক সেতু বাংলাদেশে উদ্বোধনের অপেক্ষায়। বরিশাল–খুলনা মহাসড়কে পিরোজপুরের কচা নদীর ওপর বেকুটিয়া পয়েন্টে নির্মিত অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু খুব তাড়াতাড়ি উদ্বোধন হতে পারে (Bangladesh Bridge)।
advertisement
2/5
জানা গিয়েছে, ইতিমধ্যে ওই সেতুর ৯৮ ভাগ কাজ শেষ হয়ে গিয়েছে। এই সেতুর কাজে যুক্ত অন্যতম কর্তা মাসুদ মাহামুদ জানিয়েছেন, এই মুহূর্তে শেষের দিকে সামান্য কিছু কাজ চলছে। সেতুটি সড়ক ও জনপথ বিভাগের হাতে তুলে দেওয়া হবে। তারপরই উদ্বোধনের দিনক্ষণ চূড়ান্ত করা হবে।
advertisement
3/5
চুক্তি অনুযায়ী আগামী ১ জুলাই থেকে দু'বছর এই সেতু রক্ষণাবেক্ষণ করবে ঠিকাদারি প্রতিষ্ঠান। বেকুটিয়া সেতু চালু হলে বরিশালের সঙ্গে খুলনায় সড়কপথে আর কোনো ফেরি থাকবে না। শুধু তাই নয়, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পায়রা সমুদ্রবন্দরের সঙ্গে মোংলা সমুদ্রবন্দরের মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হবে।
advertisement
4/5
অর্থাৎ, বেকুটিয়া সেতু চালুর পর বরিশাল ও খুলনার মধ্যে সড়কপথে যোগাযোগ সহজ হবে। ফলে গোটা অঞ্চলে শিল্প ও পোশাক ব্যবসায় আমুল পরিবর্তন আসতে পারে। খুলতে পারে একাধিক কারখানা।
advertisement
5/5
এই মুহূর্তে বেকুটিয়া সেতুর পিরোজপুর প্রান্তে টোল প্লাজার কাজ চলছে। বাকি প্রায় সমস্ত কাজই শেষ হয়ে গিয়েছে। সেতুর আশেপাশে গড়ে উঠছে নানা দোকানপাট, বদলাতে শুরু করেছে গোটা এলাকার আর্থসামাজিক পরিস্থিতি।
বাংলা খবর/ছবি/বিদেশ/
Bangladesh Bridge: পদ্মা সেতু অতীত, বাংলাদেশে শুরুর অপেক্ষায় আরও এক বিরাট সেতু! চোখ ধাঁধিয়ে যাবে...
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল