Bangladesh Ilish: ৩ কেজি ওজনের পাঁচ পাঁচটি ইলিশ উঠল জালে, দাম শুনলে চমকে যাবেন!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Bangladesh Ilish: মৎস্যজীবীদের জালে উঠেছিল মোট ৩৫টি রুপোলি শস্য। আর এই ৩৫টি ইলিশ মাছের মধ্যে মোট ৫টি ৩ কেজির ইলিশ। বাকিগুলির ওজনও নেহাত কম নয়! প্রায় ২ কেজি করে।
advertisement
1/5

অবশেষে ইলশেগুঁড়ি আর পুবালি হাওয়ার দোসর হয়ে দুই বাংলাতেই এসেছে ইলিশের জোয়ার। প্রথম দিকে বৃষ্টি কম হলেও বর্ষার মাঝামাঝি থেকেই একটু একটু করে বদলেছে আবহাওয়া। আর এই মরসুমে তাই বাংলাদেশে আগেরবারের তুলনায় ইলিশের জোগান বেড়েছে প্রায় ৫ গুণ। লোকাল বাজারগুলিতে দামও কমেছে ইলিশের।
advertisement
2/5
এবার এবার প্রায় ৩ কেজি ওজনের ইলিশ ধরা পড়ল সোনাগাজী উপজেলার বড় ফেনী নদীতে। জানা গিয়েছে, মৎস্যজীবীদের জালে উঠেছিল মোট ৩৫টি রুপোলি শস্য। আর এই ৩৫টি ইলিশ মাছের মধ্যে মোট ৫টি ৩ কেজির ইলিশ। বাকিগুলির ওজনও নেহাত কম নয়! প্রায় ২ কেজি করে।
advertisement
3/5
অবশ্য দু-কিলোর ইলিশ এই মরশুমে আগেও উঠেছে ফেনি নদীতে। কয়েকদিন আগেই ফেনিতে ২কেজি ওজনের ৫০টিরও বেশি ইলিশ মাছ উঠেছিল জালে। তবে এবার আরও চওড়া জেলেদের হাসি। ৩ কেজির ইলিশ বিক্রি হয়েছে বাংলাদেশি মুদ্রায় ২ লাখ ২০ হাজার টাকায়।
advertisement
4/5
এবারে বর্ষার প্রকৃতি একটু অন্যরকম। মরসুমের শুরুতে ইলিশ মাছ তেমন জালে ওঠেনি দুই বাংলায়। কিন্তু জুলাইয়ের শেষের দিক থেকেই পরিস্থিতি বদলে যেতে শুরু করে। বাংলাদেশে প্রচুর ইলিশ মাছ আসতে থাকে। গতবারের থেকে এবার বেশি ইলিশ মাছ জালে উঠেছে বলেও দাবি মৎস্যব্যবসায়ীদের।
advertisement
5/5
এর ফলে ইলিশের জোগান বেড়েছে। কম ওজনের ইলিশের দাম বেশ কমেছে ওপার বাংলাতে। তবে বড় সুখবর হল বাংলাদেশে এবার প্রচুর পরিমাণে পদ্মার ইলিশ উঠেছে জালে। স্বাদে সমুদ্রের ইলিশকে টেক্কা দিতে পারে পদ্মার ইলিশ। যদিও এপার বাংলাতে এখনও পদ্মার ইলিশ তেমন দেখা যায়নি। তার জন্য কলকাতার বাঙালিকে অপেক্ষা করতে হবে।