TRENDING:

বাংলাদেশে ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা ৬০ হাজার ছুঁই ছুঁই, ক্রমশ বাড়ছে উদ্বেগ!

Last Updated:
Bangladesh: বাংলাদেশের ডেঙ্গি পরিস্থিতি ক্রমশ ভয়াবহ আকার নিচ্ছে। স্থানীয় সংবাদ সংস্থা প্রথম আলোয় প্রকাশিত তথ্য অনুসারে গত ২৪ ঘণ্টায় অর্থাৎ শনিবার সকাল আটটা থেকে রবিবার সকাল আটটা পর্যন্ত এডিস মশাবাহিত ডেঙ্গিতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।
advertisement
1/5
বাংলাদেশে ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা ৬০ হাজার ছুঁই ছুঁই, ক্রমশ বাড়ছে উদ্বেগ!
বাংলাদেশের ডেঙ্গি পরিস্থিতি ক্রমশ ভয়াবহ আকার নিচ্ছে। স্থানীয় সংবাদ সংস্থা প্রথম আলোয় প্রকাশিত তথ্য অনুসারে গত ২৪ ঘণ্টায় অর্থাৎ শনিবার সকাল আটটা থেকে রবিবার সকাল আটটা পর্যন্ত এডিস মশাবাহিত ডেঙ্গিতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।
advertisement
2/5
একইসঙ্গে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে নতুন করে ৯৫০ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। রবিবার বিকেলে স্বাস্থ্য দফতরের দেওয়া আপডেট থেকে এই তথ্য পাওয়া গিয়েছে বলেই জানাচ্ছে স্থানীয় মিডিয়া রিপোর্ট।
advertisement
3/5
এ নিয়ে চলতি বছরে এখনও পর্যন্ত দেশে ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫৯ হাজার ৮৪৯। আর এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২৪৫ জনের।
advertisement
4/5
এখন যে হারে প্রতিদিন ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে, তাতে আগামী নভেম্বর বা পুরো শীতের মরশুমে রোগের বিস্তার বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। আর এর রেশ থাকতে পারে আগামী বছরও।
advertisement
5/5
এরইমধ্যে এ মাসের শেষ দিকে আবারও বৃষ্টির পূর্বাভাস আছে, এর অর্থ হল মশার বংশবৃদ্ধি হবে আরও। আর রোগী ও মশার সংখ্যা একইভাবে বাড়তে পারে। স্বভাবতই সিঁদুরে মেঘ দেখছে ঢাকা।
বাংলা খবর/ছবি/বিদেশ/
বাংলাদেশে ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা ৬০ হাজার ছুঁই ছুঁই, ক্রমশ বাড়ছে উদ্বেগ!
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল