TRENDING:

Bangladesh China Relations: ভারত বাংলাদেশের মধ্যে সংঘাত, ফাঁক দিয়ে ঢুকে পড়ল চিন! সে কী! রাষ্টদূতের মন্তব্যেই স্পষ্ট সব

Last Updated:
Bangladesh China Relations: চার দিন ধরে বিজিবি-র শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকও হয়েছে বিএসএফ-এর। কিন্তু এরই মাঝে ভারতের জন্য চাপ কিছুটা বাড়ানোর চেষ্টা চালাল চিন।
advertisement
1/5
ভারত বাংলাদেশের মধ্যে সংঘাত, ফাঁক দিয়ে ঢুকে পড়ল চিন! সে কী!রাষ্টদূতের মন্তব্যেই স্পষ্ট সব
শেখ হাসিনা জমানার পরই বাংলাদেশের সঙ্গে কিছুটা 'দূরত্ব' তৈরি হয়েছে ভারতের। শেখ হাসিনা পরবর্তী সময়ে মহম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার সেখানকার সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে বলে বারবার অভিযোগ উঠেছে। লাগাতার ভারতের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যও করে চলেছে বাংলাদেশের নেতারা।
advertisement
2/5
এই পরিস্থিতির মধ্যেই কূটনৈতিক স্তরে ঢাকা-দিল্লি সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টাও চলছে। চার দিন ধরে বিজিবি-র শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকও হয়েছে বিএসএফ-এর। কিন্তু এরই মাঝে ভারতের জন্য চাপ কিছুটা বাড়ানোর চেষ্টা চালাল চিন।
advertisement
3/5
ঢাকায় নিযুক্ত চিনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনকে প্রশ্ন করা হয়েছিল, ভারত ও বাংলাদেশের মধ্যে চিন কি মধ্যস্থতা করবে? ওয়েন সাফ বলেন, 'আমি মনে করি, নিজেদের সমস্যা সমাধানে বাংলাদেশ যথেষ্ট বিচক্ষণ। বাংলাদেশ এবং ভারতের সম্পর্কের মধ্যে আমরা নাক গলাতে নারাজ।'' প্রসঙ্গত, সম্প্রতি মার্কিন সফরে গিয়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাংলাদেশ নিয়ে আলোচনা করে এসেছেন ভারতীয় প্রধানমন্ত্রী।
advertisement
4/5
ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, বাংলাদেশ নিয়ে ভারতের উদ্বেগের বিষয়টি মার্কিন প্রেসিডেন্টের সামনে তুলে ধরেছিলেন ভারতীয় প্রধানমন্ত্রী। যার পরে মোদির সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনে ট্রাম্প বলেছিলেন, 'বাংলাদেশের বিষয়টি নরেন্দ্র মোদির ওপর ছেড়ে দিলাম।'
advertisement
5/5
সেই বৈঠকে আবার চিন নিয়েও আলোচনা হয়েছিল দুই নেতার। যা নিয়ে বেজিং আপত্তি জানিয়েছিল। এদিকে বাংলাদেশ ইস্যুতে ট্রাম্পের মন্তব্যের বিষয়ে অবশ্য বাংলাদেশের প্রধান উপদেষ্টা ইউনূস বিশেষ কোনও বক্তব্য জানাননি।
বাংলা খবর/ছবি/বিদেশ/
Bangladesh China Relations: ভারত বাংলাদেশের মধ্যে সংঘাত, ফাঁক দিয়ে ঢুকে পড়ল চিন! সে কী! রাষ্টদূতের মন্তব্যেই স্পষ্ট সব
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল