TRENDING:

Bangladesh Plane Crash: জাস্ট ১২ মিনিট! চিনের তৈরি প্লেন ওড়াতে গিয়ে সর্বনাশ ডেকে আনল বাংলাদেশ..ঢাকায় ক্লাস থ্রি-ফোরের বাচ্চার মৃত্যুমিছিল

Last Updated:
প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে,F-7 BGI যুদ্ধবিমানটি মাইলস্টোন কলেজের ছাদের ক্যান্টিনে ভেঙে পড়ে৷ বিমানটির প্রস্তুতকারক চিন৷ বাংলাদেশের বিডি নিউজেপ সাথে কথা বলার সময় মাইলস্টোন স্কুল ও কলেজের মুখপাত্র শাহ বুলবুল বলেন, ‘‘প্লেনটি প্রথমে গেটের দিকে ধেয়ে আসে, তারপর স্কুলের মধ্যে ভেঙে পড়ে৷ ছুটি হয়ে গিয়েছিল, কিন্তু অনেক বাচ্চা ভিতরে ছিল৷ আহতদের উদ্ধারকাজ চলছে৷’’
advertisement
1/7
জাস্ট ১২ মিনিট! চিনের তৈরি প্লেন ওড়াতে গিয়ে সর্বনাশ বাংলাদেশের..ঢাকায় মৃত্যুমিছিল
ফিরল আহমেদাবাদের স্মৃতি৷ এয়ার ইন্ডিয়ার বিমানটি যখন আহমেদাবাদের মেডিক্যাল কলেজে ভেঙে পড়ে, সেখানে তখন চলছিল লাঞ্চ টাইম৷ দুর্ঘটনার পরে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল খাবার থালা, প্লেট৷ সেই স্মৃতিই যেন ফিরল আবার৷ বাংলাদেশের ঢাকায় একটি বাচ্চাদের স্কুলে ভেঙে পড়ল সে দেশের প্রশিক্ষণ রত বায়ুসেনাকর্মীর একটি জেট বিমান৷
advertisement
2/7
ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিমান দুর্ঘটনার এই ঘটনায় মৃতদের বেশিরভাগই শিশু-কিশোর বলে মনে করা হচ্ছে৷ সেদেশের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল জানিয়েছেন, আজ বেলা সোয়া ১টার দিকে স্কুল ভবনে বিমানটি ভেঙে পড়ে। বিমানটি টেক অফ করেছিল বেলা ১টা ৬ মিনিটে। তার খানিকক্ষণ পরেই তা জনবহুল অঞ্চলে ভেঙে পড়ে।
advertisement
3/7
ফায়ার সার্ভিসের প্রধান বলেন, ‘‘দোতলা স্কুল ভবনের বিমানটি ক্র্যাশ ল্যান্ডিং করে৷ স্কুলের প্রথম তলায় ছিল তৃতীয় ও চতুর্থ শ্রেণির ক্লাস৷ দ্বিতীয় তলায় দ্বিতী ও পঞ্চম শ্রেণির ক্লাস৷ তার সথে প্লিন্সিপারের অফিস মিটিং রুম৷ ক্র্যাশ ল্যান্ডিং যখন হয়স্কুল ছুটি হয়ে গিয়েছিল৷ কিন্তু, কিছু বাচ্চা অভিভাবকদের জন্য অপেক্ষা করছিল৷ সেই সময় ভেঙে পড়ে যুদ্ধবিমানটি৷
advertisement
4/7
প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে,F-7 BGI যুদ্ধবিমানটি মাইলস্টোন কলেজের ছাদের ক্যান্টিনে ভেঙে পড়ে৷ বিমানটির প্রস্তুতকারক চিন৷ বাংলাদেশের বিডি নিউজেপ সাথে কথা বলার সময় মাইলস্টোন স্কুল ও কলেজের মুখপাত্র শাহ বুলবুল বলেন, ‘‘প্লেনটি প্রথমে গেটের দিকে ধেয়ে আসে, তারপর স্কুলের মধ্যে ভেঙে পড়ে৷ ছুটি হয়ে গিয়েছিল, কিন্তু অনেক বাচ্চা ভিতরে ছিল৷ আহতদের উদ্ধারকাজ চলছে৷’’
advertisement
5/7
বিমানটি ওড়ার ১২ মিনিটের মধ্যেই উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে ভেঙে পড়ে সেটি। আইএসপিআর জানিয়েছে, বিমানবাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমানটি বেলা ১টা ৬ মিনিটে টেক অফ করেছিল। ফায়ার সার্ভিস জানিয়েছে, বিমানটি ১টা ১৮ মিনিটে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে ক্র্যাশ ল্যান্ডিং করে। সে ক্ষেত্রে ওড়ার ১২ মিনিটের মধ্যে বিমানটি ভেঙে পড়ে। বিমানের যান্ত্রিক ত্রুটিকেই এই দুর্ঘটনার প্রাথমিক কারণ হিসাবে মনে করা হচ্ছে৷
advertisement
6/7
বাংলাদেশ বিমান দুর্ঘটনায় পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম মারা গেছেন। তিনি যান্ত্রিক ত্রুটি আঁচ করার পরে বিমানটিকে ঘনবসতি থেকে জনবিরল জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন৷
advertisement
7/7
উত্তরা আধুনিক হাসপাতালে ১২০ জন অগ্নিদগ্ধ চিকিৎসা নিয়েছেন। ওই হাসপাতালের সহকারী পরিচালক চিকিৎসক আকাশ বলেন, এখানে অগ্নিদগ্ধ ১২০ জন চিকিৎসা নিয়েছেন। বেশির ভাগেরই শরীর ৬০-৭০ শতাংশ পুড়ে গেছে। বেশির ভাগেরই বয়স ১৪ থেকে ২০ বছর। দুজন মারা গেছেন। এর মধ্যে একজনের বয়স ১৫ বছর, আরেকজনের ২০ বছর। মৃতদের নাম ও পরিচয় জানা যায়নি।
বাংলা খবর/ছবি/বিদেশ/
Bangladesh Plane Crash: জাস্ট ১২ মিনিট! চিনের তৈরি প্লেন ওড়াতে গিয়ে সর্বনাশ ডেকে আনল বাংলাদেশ..ঢাকায় ক্লাস থ্রি-ফোরের বাচ্চার মৃত্যুমিছিল
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল