Azerbaijan GK: অনেকে নামই শোনেননি, পাকিস্তানের পাশে দাঁড়িয়ে বিপাকে ছোট্ট দেশ! জানেন ভারতের ১০০ টাকার মূল্য আজারবাইজানে কত?
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Azerbaijan GK: ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘাতে যখন বিশ্বের বিভিন্ন দেশ জঙ্গি হামলার নিন্দা করছে, তখনই পাকিস্তানের পাশে দাঁড়িয়েছিল দুই দেশ- তুরস্ক এবং আজারবাইজান। জানেন আজারবাইজানের ১ টাকা ভারতের কত?
advertisement
1/5

ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘাতে যখন বিশ্বের বিভিন্ন দেশ জঙ্গি হামলার নিন্দা করছে, তখনই পাকিস্তানের পাশে দাঁড়িয়েছিল দুই দেশ- তুরস্ক এবং আজারবাইজান।
advertisement
2/5
যুদ্ধবিরতির পরেই আজারবাইজানের উদ্দেশে কৃতজ্ঞতাও প্রকাশ করেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তারপর থেকেই তুরস্তের সঙ্গে ভারতীয় পর্যটকদের বয়কটের তালিকায় ঢুকে পড়েছে আজারবাইজানের নাম।
advertisement
3/5
মাত্র ১ কোটি মানুষের বসতি এই দেশে, ভারত-পাক সংঘাতের আগে আজারবাইজানের নামও অনেকে জানতেন না। জনসংখ্যার দিক থেকে আজারবাইজানের অবস্থান বিশ্বে ৯০ নম্বরে, অন্য দিকে আয়তনের দিক থেকে আজারবাইজানের অবস্থান ১১২ নম্বরে। (Photo: AP)
advertisement
4/5
আজারবাইজানের মুদ্রার নাম মানাত। যদিও আজারবাইজানের মুদ্রার দাম ভারতের তুলনায় অনেক বেশি। Image: Reuters
advertisement
5/5
শেষ হিসাব অনুযায়ী ১ আজারবাইজানি মানাত মানে ভারতের ৫০ টাকা ৩৫ পয়সা। ঘুরিয়ে বলতে গেলে ভারতের ১০০ টাকা ৫০ পয়সা মানে আজারবাইজানের ২ টাকা। Image: Reuters