TRENDING:

Ram Mandir and Neighboring Country: রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা, ২২ জানুয়ারি প্রতিবেশী রাষ্ট্রে কড়া নির্দেশ জারি, ভুলেও করা যাবে না এই কাজ

Last Updated:
Ram Mandir Pran Pratistha Nepal Instruction: ২২ জানুয়ারি নেপালের নাগরিকদের আরতি, দীপউৎসব এবং বিশেষ পুজা করার কথা জানানো হয়েছে৷ পাশাপাশি সেই দিন নেপালে মদ এবং আমিষ খাবার বিক্রি বন্ধ করার কথা বলা হয়েছে।
advertisement
1/7
রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা, ২২ জানুয়ারি প্রতিবেশী রাষ্ট্রে কড়া নির্দেশ জারি
আগামিকাল ২২ জানুয়ারি অযোধ্যা রাম মন্দিরে বহুল প্রতীক্ষিত প্রাণ প্রতিস্থা অনুষ্ঠানের জন্য প্রস্তুত হচ্ছে। ফুল দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে রাম মন্দিরের গর্ভগৃহ৷ বাইরের চত্বরেও রয়েছে ফুলের সজ্জা৷ মন্দিরের স্তম্ভ, ছাদ ও দেয়ালে ফুল দিয়ে মুড়ে ফেলা হয়েছে।
advertisement
2/7
এই অনুষ্ঠান নিয়ে শোরগোল পড়ে গিয়েছে প্রতিবেশী রাষ্ট্র নেপালেও৷ নেপালেরও একটা বড় সম্পর্ক রয়েছে। জনকপুরকে মা সীতার জন্মস্থান বলে মনে করা হয়। ২২ জানুয়ারি নেপালের নাগরিকদের আরতি, দীপউৎসব এবং বিশেষ পুজা করার কথা জানানো হয়েছে৷ পাশাপাশি সেই দিন নেপালে মদ এবং আমিষ খাবার বিক্রি বন্ধ করার কথা বলা হয়েছে।
advertisement
3/7
জনকপুর সাব মেট্রোপলিটন সিটি ২২শে জানুয়ারি রাম-জানকী মন্দিরে প্রদীপ জ্বালিয়ে সমস্ত বাসিন্দাদের প্রাণ প্রতিষ্টা উৎসবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে। একইভাবে বীরগঞ্জ মেট্রোপলিটন সিটি রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার দিন আমিষজাতীয় খাবার ও মদ বিক্রি ও সেবন নিষিদ্ধ ঘোষণা করেছে। একই দিনে শহরের ঘদিয়ারওয়া পোখরিতে একটি অনুষ্ঠান হবে।
advertisement
4/7
তবে শুধু নেপালে উৎসব নয়, বিশেষ ট্রেন চালানো হবে৷ এই ট্রেনে করে নেপাল থেকে ভক্তদের অযোধ্যা নিয়ে আসা হবে৷ জয়নগর-জনকপুর রুটে এই ট্রেনটি আসবে৷ বিশেষ এই ট্রেনে রয়েছে ২০টি কোচ৷ রবিবার জনকপুর থেকে অযোধ্যার উদ্দেশ্যে রওনা হবে এই ট্রেন৷
advertisement
5/7
নেপালি পুরোহিত, আচার্য দুর্গা প্রসাদ গৌতম ২২ জানুয়ারি বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের নেতৃত্ব দেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ লক্ষাধিক হিন্দু ভক্তদের সামনে বৈদিক মন্ত্র পাঠ করবেন গৌতম। শ্রী রাম জন্মভূমি তীর্থ ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাইয়ের পাঠানো একটি চিঠিতে এই বিষয় জানানো হয়েছে৷ ২৫ বছর বয়সী রাম মন্দিরের পুরোহিত ২০২০ সালের এপ্রিল থেকে এর সঙ্গে যুক্ত।
advertisement
6/7
এদিকে জনকপুরের রাম-জানকী মন্দিরের প্রধান পুরোহিত মহন্ত রাম তপেশ্বর দাসকেও অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। মহন্ত রাম তপেশ্বর দাস এবং তাঁর উত্তরসূরি মহন্ত রাম রোশন দাস, যারা অনুষ্ঠানে যোগ দেবেন, তাঁরা সীতার জন্মস্থানের হওয়ায় তাঁদের বিশেষ মর্যাদা দেওয়া হবে।
advertisement
7/7
বিশ্ব হিন্দু পরিষদ নেপাল অধ্যায় অনুসারে, কাঠমান্ডুর পশুপতিনাথ মন্দিরের প্রধান পুরোহিত রাওয়াল গণেশ ভাট, যিনি মুউল ভট্ট নামেও পরিচিত, তাকেও আমন্ত্রণ জানানো হয়েছে।
বাংলা খবর/ছবি/বিদেশ/
Ram Mandir and Neighboring Country: রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা, ২২ জানুয়ারি প্রতিবেশী রাষ্ট্রে কড়া নির্দেশ জারি, ভুলেও করা যাবে না এই কাজ
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল