বিতর্কিত কারাবাখ অঞ্চলকে ঘিরে সংঘর্ষে উত্তপ্ত আর্মেনিয়া-আজারবাইজান! মৃত ২১
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
আর্মেনীয় অধ্যুষিত নাগোরনো-কারাবাখ নিয়ে আজ়ারবাইজান ও আর্মেনিয়ার বিবাদ দীর্ঘদিনের।
advertisement
1/5

নাগোরনো-কারাবাখ ৷ বিতর্কিত এই অঞ্চল নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজান- দুই দেশের মধ্যে সমস্যা অনেকদিনের ৷ এই অঞ্চলে বহু বছর সংঘর্ষ-বিরতি থাকলেও ফের নতুন করে উত্তপ্ত হয়েছে কারাবাখ ৷ দুই দেশের সেনাদের মধ্যে সংঘর্ষ এখন দ্বিতীয় দিনে পড়েছে ৷ ইতিমধ্যেই অন্তত ২১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷
advertisement
2/5
আর্মেনীয় অধ্যুষিত নাগোরনো-কারাবাখ নিয়ে আজ়ারবাইজান ও আর্মেনিয়ার বিবাদ দীর্ঘদিনের। ১৯৯৪ সালের লড়াইয়ের পর থেকে তা আর্মেনিয়ার মদতে পুষ্ট আর্মেনীয় বিচ্ছিন্নতাবাদীদের দখলে। ২০১৬ সালে ওই এলাকায় সংঘর্ষে ১১০ জন নিহত হয়েছিলেন।
advertisement
3/5
আর্মেনিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছে, আজারবাইজানের দুটি হেলিকপ্টার গুলি করে নামানোর পাশাপাশি তিনটি ট্যাঙ্কেও আঘাত হেনেছে তারা ৷ যে দাবি অবশ্য উড়িয়ে দিয়েছে আজারবাইজান ৷
advertisement
4/5
তবে ট্যাঙ্ক দাউ-দাউ করে জ্বলার ছবি ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ৷
advertisement
5/5
এখনও পর্যন্ত ২১ জনের মৃত্যুর পাশাপাশি আহতের সংখ্যা শতাধিক ৷ আর্মেনিয়ার প্রেসিডেন্ট এই লড়াইকে মাতৃভূমিকে বাঁচানোর লড়াই বলেছেন ৷ অন্যদিকে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহ্যাম আলিয়েভ বলেন, ‘‘আমরা আমাদের অঞ্চলের জন্য লড়ছি । আমাদের জয় হবেই। কারাবাখ আজারবাইজানেরই অংশ।’’