যেখানে যেখানে বিষাক্ত থাবা বসাবে ভয়ঙ্কর লুবান, জেনে নিন এক ক্লিকেই
Last Updated:
advertisement
1/8

ইতিমধ্যেই ক্যাটেগরি ১ সাইক্লোন হিসেবে লুবানকে ঘিরে জারি হয়েছে অতিরিক্ত সতর্কতা । ওমান উপকূলের ৩০০ কিলোমিটার দূরে অবস্থিত সালালাহ শহরেই আছড়ে পড়তে পারে এই ভয়াবহ ঘূর্ণিঝড় যার পোষাকি নাম হল লুবান। (ছবি প্রতীকী )
advertisement
2/8
ওমানের আবহাওয়া দফতর সূত্রের খবর প্রায় ১৩২ কি.মি বেগে প্রতি ঘন্টায় বইতে পারে ঝোড়ো হাওয়া । পাহাড়ি এলাকায় ঝড়ের প্রাবল্য থাকবে বেশি। (ছবি প্রতীকী )
advertisement
3/8
সমুদ্রেও জারি থাকবে খারাপ আবহাওয়া, মাত্রারিক্ত জলোচ্ছাসের পূর্বাভাসের কারণে ইতিমধ্যেই নৌবাহিনীতে কর্মরতদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে । (ছবি প্রতীকী )
advertisement
4/8
মূলত মাসকট, ইয়েমেন, ধোফার ইত্যাদি এলাকাতেই প্রভাব পড়বে লুবানের । উপকূলীয় ইয়েমেন ও নিকটবর্তী অঞ্চলগুলিতে জলোচ্ছাস ও ভূমিধ্বসের সম্ভাবনাও রয়েছে । ইয়েমেনে আছড়ে পড়ার পর পশ্চিম দিকেই গতিপথ থাকতে পারে এই সাইক্লোনের । (ছবি প্রতীকী )
advertisement
5/8
রবিবারে ভারি বজ্রবিদ্যুৎ সহ ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । প্রায় ৮ মিটার পর্যন্ত সমুদ্রের ঢেউ ওঠার সম্ভাবনা রয়েছে । (ছবি প্রতীকী )
advertisement
6/8
মে মাসে মেকুনু ঘূর্ণিঝড়ের কারণে ইয়েমেনে ১১ জনের মৃত্যু হয়েছিল । মূলত ওমানের দক্ষিণ অংশে লুবানের প্রভাব সর্বাধিক হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস । (ছবি প্রতীকী )
advertisement
7/8
ইয়েমেন দ্বীপপুঞ্জের সকত্রার উপর দিয়ে বুধবারেই প্রায় ১২০ কি.মি বেগে বয়ে গিয়েছে ঝোড়ো হাওয়া । (ছবি প্রতীকী )
advertisement
8/8
ইউনেসকো জানিয়েছে সকোত্রা একটি দূর্ঘটনাপ্রবণ এলাকা যার কারণে অতিরিক্ত সতর্কতার সঙ্গে প্রহর গুনছেন ওমানবাসি। (ছবি প্রতীকী )