উদ্ভট সব ইচ্ছে! চাঁদের বুকে এ কী বানাতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প! এমন ইচ্ছে, ভয় পেতে শুরু করেছে রাশিয়া, চিনও
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
চাঁদের বুকে পারমাণবিক চুল্লি বানাতে চায় আমেরিকা। নাসার অধিকর্তা সিন ডাফি সংস্থাকে এমনই পরিকল্পনার জন্য নির্দেশ দিয়েছে বলে খবর।
advertisement
1/5

চাঁদের বুকে পারমাণবিক চুল্লি বানাতে চায় আমেরিকা। নাসার অধিকর্তা সিন ডাফি সংস্থাকে এমনই পরিকল্পনার জন্য নির্দেশ দিয়েছে বলে খবর।
advertisement
2/5
এর আগে রাশিয়া এবং চিনও চাঁদের বুকে পারমাণবিক চুল্লি তৈরির জন্য যৌথ উদ্যোগ শুরু করেছে। তাই সেই দৌড়ে জিততে এবার তৎপর হল আমেরিকাও।
advertisement
3/5
এই প্রসঙ্গে মঙ্গলবার সংবাদমাধ্যমকে ডাফি বলেন, "আমরা চাঁদে এই উদ্যোগের জন্য এক প্রতিযোগিতায় আছি।"
advertisement
4/5
মূলত চাঁদের দক্ষিণ মেরুতেই পারমাণবিক চুল্লি করতে চায় রাশিয়া এবং চিন। বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রেই এই উদ্যোগ নিয়েছিল। কিন্তু, এই রেসে চিন এবং রাশিয়া যদি জিতে যায় তাহলে চাঁদের একাংশ দখল হয়ে যাবে বলে ধরে নেয় আমেরিকা।
advertisement
5/5
তাই চাঁদের দক্ষিণ অংশে পারমাণবিক চুল্লি বসাতে চাইছে ট্রাম্প প্রশাসন।