TRENDING:

America Attack: সকলের নজরের আড়ালে তুমুল বিমান হানা আমেরিকার, কোন দেশে হামলা আমেরিকার? মৃত্যুমিছিল, এখনও পর্যন্ত মৃত্যু ১২৩ জনের

Last Updated:
America Attack: এই আক্রমণে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করা হয়েছে। বহু পরিবার নিশ্চিহ্ন হয়েছে, সামরিক ভবনগুলিও ধ্বংস হয়েছে এবং বহু ইয়েমেন সৈন্যর মৃত্যু হয়েছে।
advertisement
1/6
ভয়ঙ্কর এয়ারস্ট্রাইক আমেরিকার! তুমুল বিমান হানা, কোন দেশে হামলা আমেরিকার? মৃত্যুমিছিল
আমেরিকার লাগাতার বোমাবর্ষণে ইয়েমেনে অন্তত ১২৩ জনের মৃত্যু হয়েছে। যাদের বেশিরভাগই সাধারণ নাগরিক। মার্চের মাঝামাঝি থেকে এই সময় পর্যন্ত ইয়েমেনে কার্যত মৃত্যুমিছিল চলছে। এমনই জানিয়েছেন রাজধানী সানার স্বাস্থ্য কর্মকর্তারা।
advertisement
2/6
ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রক গত সোমবার জানিয়েছে, আমেরিকার আক্রমণে আরও ২৪৭ জন আহত হয়েছেন। আক্রান্তদের মধ্যে অনেক নারী ও শিশুও রয়েছে বলে জানা গিয়েছে।
advertisement
3/6
এই আক্রমণে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করা হয়েছে। বহু পরিবার নিশ্চিহ্ন হয়েছে, সামরিক ভবনগুলিও ধ্বংস হয়েছে এবং বহু ইয়েমেন সৈন্যর মৃত্যু হয়েছে।
advertisement
4/6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন, হুথিদের সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করা হবে। আমেরিকার সামরিক বাহিনীর নিত্য হামলায় ইয়েমেন যেন যুদ্ধক্ষেত্র। ওয়াশিংটন বলছে, তাদের অভিযান হুথিদের বিরুদ্ধে এবং লোহিত সাগরে শিপিং লেনগুলিতে হামলা বন্ধ করার লক্ষ্যেই চালানো হচ্ছে।
advertisement
5/6
তবে, ইয়েমেনি হুথি গোষ্ঠী জানিয়েছে, তাদের সামরিক অভিযান ততক্ষণ চলবে, যতক্ষণ না ইজরায়েল গাজায় যুদ্ধ বন্ধ করে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে।
advertisement
6/6
ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, হুথি গোষ্ঠী অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে। কিন্তু ইয়েমেনি গোষ্ঠীটি পাল্টা জানিয়েছে, আমেরিকার নিত্য আক্রমণ প্রমাণ করছে, তারা ব্যর্থ। আর সেই কারণে সাধারণ মানুষের উপর আক্রমণ করা হচ্ছে। রবিবার, সানার প্রদেশে একটি সিরামিক কারখানায় আমেরিকার হামলায় ৬ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন।
বাংলা খবর/ছবি/বিদেশ/
America Attack: সকলের নজরের আড়ালে তুমুল বিমান হানা আমেরিকার, কোন দেশে হামলা আমেরিকার? মৃত্যুমিছিল, এখনও পর্যন্ত মৃত্যু ১২৩ জনের
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল