America Attack: আমেরিকার বিরাট বিমান হানা, মৃত্যুমিছিল! এক হামলাতেই মৃত অন্তত ৮০! কোন দেশে এয়ারস্ট্রাইক চালাল আমেরিকা, শুনে চমকে উঠবেন
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
America Attack: এই হামলায় কমপক্ষে ৮০ জনের মৃত্যু হয়েছে এবং ১৫০ জনেরও বেশি আহত হয়েছে।
advertisement
1/9

ফের ইয়েমেনে বিমানহানা আমেরিকার। এই হামলায় মৃত্যু হয়েছে অন্তত ৮০ জনের। তার পরেই পাল্টা হুঙ্কার দিয়েছে হাউতি। আমেরিকার এই হামলার পরেও ‘ইয়েমেন পিছু হটবে না’ বলে জানিয়ে দেওয়া হয়েছে। এই সঙ্গেই পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে হাউতি।
advertisement
2/9
এই হামলায় কমপক্ষে ৮০ জনের মৃত্যু হয়েছে এবং ১৫০ জনেরও বেশি আহত হয়েছে। আল মাসিরাহ শনিবার আরও জানিয়েছে, রাজধানী সানার আল-থাওরা, বানি মাতার এবং আল-সাফিয়াহ জেলায় মার্কিন হামলায় তিনজন নিহত এবং চারজন আহত হয়েছে।
advertisement
3/9
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কয়েক সপ্তাহ আগে হুথিদের বিরুদ্ধে একটি বড় সামরিক আক্রমণের ঘোষণা করেছিল। তারা জানিয়েছিল, বিমান হামলাগুলি হুথিদের লোহিত সাগরে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ রুটে জাহাজগুলিকে হুমকি দেওয়া বন্ধ করতে বাধ্য করার লক্ষ্যে চালানো হচ্ছে।
advertisement
4/9
নভেম্বর ২০২৩ থেকে, এই গোষ্ঠীটি ইসরায়েলের গাজা যুদ্ধের প্রতিক্রিয়ায় এবং ফিলিস্তিনিদের সঙ্গে সংহতির জন্য ইজরায়েলের সঙ্গে সম্পর্কিত জাহাজগুলিতে ১০০ টিরও বেশি হামলা চালিয়েছে বলে জানা গিয়েছে।
advertisement
5/9
ইয়েমেনের তেলের বন্দর রাস ইশায় হামলা চালায় আমেরিকার যুদ্ধবিমান। শুক্রবার সকালের এই বিমানহানায় অন্তত ৮০ জন নিহত হয়েছেন। আহতের সংখ্যা শতাধিক বলে জানিয়েছে ওই এলাকার নিয়ন্ত্রক হাউতি বিদ্রোহীরা।
advertisement
6/9
মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ডের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ইরানের মদতপুষ্ট হুথি জঙ্গিদের তেলের উৎস ধ্বংস করতে পদক্ষেপ করেছে মার্কিন বাহিনী। এই উৎস থেকে বেআইনিভাবে আয় করছে জঙ্গিরা। সেই অর্থ গত এক দশকে গোটা অঞ্চলে জঙ্গি কার্যকলাপে ব্যবহার করা হচ্ছে।’ শুক্রবারের অভিযানের লক্ষ্য সাধারণ মানুষ ছিল না বলেও বিবৃতিতে দাবি করা হয়েছে।
advertisement
7/9
ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট পদে বসার পর থেকে হুথি জঙ্গিদের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে আমেরিকা। হোয়াইট হাউজের নির্দেশে ১৫ মার্চ থেকে অভিযান শুরু করেছে পেন্টাগন। তারপর থেকে এটি হুথিদের বিরুদ্ধে ইয়েমেনে সবথেকে বড় মার্কিন অভিযান বলে বিশেষজ্ঞদের অভিমত।
advertisement
8/9
লোহিত সাগরে হুথি জঙ্গিদের আক্রমণের শিকার হচ্ছে ইজরায়েলের বন্ধু রাষ্ট্রগুলির বাণিজ্যিক জাহাজ। ২০২৩ সালের নভেম্বর থেকে সেগুলি লক্ষ্য করে লাগাতার ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরানের মদতপুষ্ট এই জঙ্গি গোষ্ঠী। ইয়েমেন থেকে এই হামলা চালিয়ে যাচ্ছে তারা।
advertisement
9/9
যার ফলে লোহিত সাগরে বাণিজ্য ক্ষেত্রে বাধা পড়ছিল। আর্থিক ক্ষতিও হচ্ছিল। সেই হামলা প্রতিহত করতেই আরব সাগর ও এডেন উপসাগরে নজরদারি চালাতে শুরু করে আমেরিকা। বেশ কয়েকবার হুথিদের হামলা রুখেও দেয় মার্কিন সেনা।