TRENDING:

ডিভোর্স করে বিশ্বের তৃতীয় ধনী মহিলা হচ্ছেন ইনি! অর্থের পরিমাণ জানলে চোখ কপালে উঠবে

Last Updated:
advertisement
1/7
ডিভোর্স করে বিশ্বের তৃতীয় ধনী মহিলা হচ্ছেন ইনি! অর্থের পরিমাণ জানলে চোখ কপালে উঠবে
♦ এতোদিন আমাজন কর্তা জেফ বেজস ছিলেন পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি। কিন্তু বিবাহ বিচ্ছেদের জেরে সেই তকমা এবার খোয়াতে চলেছেন জেফ।
advertisement
2/7
♦ অন্যদিকে, জেফ বেজসের বিবাহ বিচ্ছেদের ফলে বিশ্বের তৃতীয় ধনী মহিলা হতে চলেছেন ম্যাকেঞ্জি বেজস৷
advertisement
3/7
♦ ফোর্বস ম্যাগাজিন অনুসারে, সম্পত্তির নিরিখে মহিলাদের মধ্যে লরিয়েলের ফ্রানকয়েজ বেটেনকোর্ট মেয়ারস এবং ওয়ালমার্টের অ্যালিস ওয়ালটনের পরই রয়েছেন রয়েছেন ম্যাকেঞ্জি। কিন্তু কে এই ম্যাকেঞ্জি বেজস?
advertisement
4/7
♦ ম্যাকেঞ্জি হলেন জেফ বেজসের প্রাক্তন স্ত্রী ৷ শোনা যাচ্ছে, লরেন স্যাঞ্চেস নামে এক টিভি সঞ্চালিকাকে ডেট করছেন বেজস। আর সে কারণেই তারা আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে গুঞ্জন উঠেছিল ৷
advertisement
5/7
♦ এরপরই জেফ বেজোস ও তার স্ত্রী মেকাঞ্জি বেজোস তাদের ২৫ বছরের সম্পর্কে ইতি টানার সিদ্ধান্তের খবর জানুয়ারি মাসে নিজেরাই ট্যুইট করে ঘোষণা করেছিলেন। দু’জনের সাক্ষর করা ওই টুইটে তারা জানিয়েছিনে, ‘বিবাহ বিচ্ছেদ হলেও তাঁদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে এবং একসঙ্গেই কাজ করে যাবেন তাঁরা।’
advertisement
6/7
♦ আর এই বিবাহ বিচ্ছেদের জেরে বিশ্বের তৃতীয় ধনী মহিলা হলেন আমাজন কর্তা জেফ বেজোসের প্রাক্তন স্ত্রী ম্যাকেঞ্জি। এই বিবাহবিচ্ছেদের ফলে তিনি বর্তমানে আমাজনের প্রায় তিন হাজার ছ’শো কোটি ডলার (প্রায় ২ লক্ষ ৪৯ হাজার কোটি টাকা) শেয়ারের মালিক হলেন।
advertisement
7/7
♦ অন্যদিকে, ২৫ বছর আগে গাঁটছড়া বেঁধেছিলেন জেফ এবং ম্যাকেঞ্জি। আর ঠিক পঁচিশ বছর আগে ১৯৯৪ সালেই অনলাইন-রিটেল সংস্থা আমাজন তৈরি করেছিলেন জেফ। আবার নিজেদের বিয়ের পঁচিশতম বছরেই মাইক্রোসফট এবং অ্যাপলকে হারিয়ে পৃথিবীর ধনীতম কোম্পানি হিসেবে উঠে আসে আমাজন। অর্থাৎ, যে সময়কালে ধনকুবের হয়ে উঠছেন জেফ, সেই সময় একসঙ্গেই ছিলেন জেফ এবং ম্যাকেঞ্জি। বর্তমানে আমাজনের সম্পত্তির পরিমাণ আট হাজার ন’শো কোটি ডলার।
বাংলা খবর/ছবি/বিদেশ/
ডিভোর্স করে বিশ্বের তৃতীয় ধনী মহিলা হচ্ছেন ইনি! অর্থের পরিমাণ জানলে চোখ কপালে উঠবে
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল