TRENDING:

করোনাকালে একা? বিনামূল্যে জড়িয়ে ধরার সুযোগ রয়েছে এখানে!

Last Updated:
সব মিলিয়ে এক অসহ্য এবং দম বন্ধ করা পরিস্থিতি ধীরে ধীরে মানুষকে ঠেলে দিয়েছে একাকিত্ব এবং অবসাদের দিকে।
advertisement
1/5
করোনাকালে একা? বিনামূল্যে জড়িয়ে ধরার সুযোগ রয়েছে এখানে!
১) এই লেখার শিরোনাম দেখে আপনি চমকে উঠতে পারেন। আবার হেসে ফেলতেও পারেন। ভারী অদ্ভুত এবং আজব এই ব্যাপার। বিশ্ব জুড়ে অতিমারীর প্রকোপে অনেকেই একাকিত্বে ভুগেছেন। কারণ অনেকেই এই অতিমারীতে হারিয়েছেন তাঁদের প্রিয়জনকে। কেউ হারিয়েছেন তাঁদের চাকরি। বিমান বা ট্রেন চলাচলের অনেক বাধানিষেধ থাকায় বাড়িও ফিরতে পারেননি অনেকে। সব মিলিয়ে এক অসহ্য এবং দম বন্ধ করা পরিস্থিতি ধীরে ধীরে মানুষকে ঠেলে দিয়েছে একাকিত্ব এবং অবসাদের দিকে। আর যাঁরা এগুলোর মুখোমুখি হয়েছেন, তাঁদের জন্য জার্মানির এক খামারবাড়ি দিচ্ছে এক সুবর্ণ সুযোগ। মানুষের সঙ্গে যোগাযোগ করতে না পেরে যারা হাঁপিয়ে উঠেছেন, তাঁরা এখানে এসে ভেড়াদের নরম পশমে মুখ ঘষে তাদের আদর করে কিছুটা হলেও একাকিত্ব কাটানোর সুযোগ পাবেন। এটি সত্যিই একটি অভিনব উদ্যোগ। এই খামারে এসে শান্তশিষ্ট ভেড়ার সঙ্গে বেশ কিছুটা সময় কাটানো যাবে। আর এর জন্য কোনও পয়সা নিচ্ছে না এই ফার্ম।
advertisement
2/5
২) পশ্চিম জার্মানির হ্যাটিঙ্গেন অঞ্চলের এই ফার্ম হাউজে নানা রকমের শিক্ষামূলক প্রকল্প করে থাকেন লেক্সা ভস। লেক্সা জানিয়েছেন যে এখানকার ভেড়া অত্যন্ত উচ্চ মানের। কেউ এদের সঙ্গে দেখা করতে এলে এরা খুব খুশি হয়। মানুষের সঙ্গে পশুদের দূরত্ব ঘোচাতে উদ্যোগী হয়েছেন লেক্সা। এখানে মাস্ক এবং সামাজিক দূরত্বের ঘেরাটোপ ছাড়াই ভেড়াদের সঙ্গে প্রকৃতির মধ্যে সময় কাটানো যাবে।
advertisement
3/5
৩) যাঁরা এখানে আসতে চান, তাঁদের স্লট বুক করতে হবে। যে সব ভেড়াদের এখানে দেখাশোনার কেউ নেই, তাদের সঙ্গে সময় কাটানো যাবে। এখানে সময় কাটানোর জন্য কোনও পয়সা না নিলেও কেউ খুশি হয়ে কিছু দিতে চাইলে দেওয়া যায়।
advertisement
4/5
৪) এই রকম সুযোগ সব সময়ে আসে না। প্রকৃতির মাঝে সময় কাটালে একাকিত্ব অনেকটাই দূর হয়।
advertisement
5/5
৫) এখানে সময় কাটাতে আসা একজন মহিলা জানালেন তাঁর ব্যক্তিগত অনুভূতির কথা। থেরেসে ফেফার নামের এই মহিলা বলেছেন যে যখনই আমরা একে অপরকে এড়িয়ে চলতে শুরু করি, তখনই সামাজিক দূরত্ব তৈরি হয়। এর আগে আমায় দেখলে ভেড়ার পাল পালিয়ে যেত। এখন সেটা আর হচ্ছে না।
বাংলা খবর/ছবি/বিদেশ/
করোনাকালে একা? বিনামূল্যে জড়িয়ে ধরার সুযোগ রয়েছে এখানে!
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল