Alien Fish: যেন ভয়ঙ্কর কোনও 'দানব'! পেটে ১ কোটিরও বেশি ডিম, পুকুরে নামতেই তোলপাড় কাণ্ড
- Published by:Suvam Mukherjee
- news18 bangla
Last Updated:
Alien Fish: এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী মাছটির বয়স অন্তত ৪০ বছর
advertisement
1/7

ওকলাহোমা: চার চাকার ভারী কোনও গাড়ি যদি কোনও জলাশয় থেকে টেনে তোলা হয়, তাহলে কেমন লাগবে! শুনতে অবাক লাগলে মার্কিন যুক্তরাষ্ট্রের ওকলাহোমার বাসিন্দা মৎস্যজীবী ব্রায়ান বেকার যা কীর্তি করেছেন, তা গোটা বিশ্বেই অবাক করে দিয়েছে। (ছবি সৌজন্যে- ফেসবুক/Bryan Baker)
advertisement
2/7
ব্রায়ান সোশ্যাল মিডিয়াতে বেশ বিখ্যাত। বিভিন্ন মাছ ধরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি। কয়েকদিন আগেই তিনি একটি বিরাট আকারের মাছ ধরেন। (ছবি সৌজন্যে- ফেসবুক/Bryan Baker)
advertisement
3/7
ওকলাহোমার গ্র্যান্ড লেক ও চেরোকিস থেকে এই বিরাট আকারের মাছটি ধরা হয়েছিল। বলা হচ্ছে যে, এই মাছটির পেটে ১ কোটির বেশি ডিম ছিল। (ছবি সৌজন্যে- ফেসবুক/Bryan Baker)
advertisement
4/7
এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, মাছটির বয়স অন্তত ৪০ বছর। তবে মাছটির ডিম ফুটে বাচ্চা বের হতে শুরু করলে ওই জলাশয়ের ক্ষতি হত বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। (ছবি সৌজন্যে- ফেসবুক/Bryan Baker)
advertisement
5/7
ব্রায়ান জানিয়েছেন, তিনি প্রচুর মাছ ধরেছেন। কিন্তু এমন অভিজ্ঞতার সামনে তাঁকে কখনও পড়তে হয়নি। প্রায় ৭ মিনিট লেগেছে মাছটি ধরতে। (ছবি সৌজন্যে- ফেসবুক/Bryan Baker)
advertisement
6/7
তিনি আরও জানান, মনে হচ্ছিল যেন ভারী কোনও গাড়ি জলাশয় থেকে টেনে তুলছি। অনেক কষ্ট করে শেষে এই মাছটিকে ধরা হয়। (ছবি সৌজন্যে- ফেসবুক/Bryan Baker)
advertisement
7/7
মাছটির ছবি সোশ্যাল মিডিয়াতে দ্রুত ভাইরাল হয়ে যায়। তবে মাছটি কোন প্রজাতির তা এখনও স্পষ্ট নয়। (ছবি সৌজন্যে- ফেসবুক/Bryan Baker)