TRENDING:

ভারতের সঙ্গে এঁটে উঠতে না পেরে শেষে এই কাণ্ড! ইসলামাবাদে ভারতীয় হাই কমিশনে কোন নোংরা খেলায় মেতেছে শাহবাজের সরকার?

Last Updated:
এবার আন্তর্জাতিক আইন ভেঙে নয়াদিল্লির হাই কমিশন দফতরকে নিশানা করল ইসলামাবাদ।
advertisement
1/7
ভারতের সঙ্গে এঁটে উঠতে না পেরে এই কাণ্ড! ইসলামাবাদে কী করছে শরিফের সরকার?
অপারেশন সিঁদুর এবং তাকে কেন্দ্র করে চলা চার দিনের সংঘর্ষে বেদম মার খেয়েছিল পাকিস্তান। এবার আন্তর্জাতিক আইন ভেঙে নয়াদিল্লির হাই কমিশন দফতরকে নিশানা করল ইসলামাবাদ। এ দেশের কূটনীতিকদের মৌলিক সুযোগ-সুবিধা বন্ধ করে চাপ বাড়ানোর কৌশল নিয়েছে পাকিস্তান। এর ফলে দু'দেশের মধ্যে সংঘাতের পারদ আরও চড়ল।
advertisement
2/7
ইসলামাবাদে ভারতীয় হাই কমিশনে রান্নার গ্যাস, পানীয় জল এবং সংবাদপত্রের মতো নানান প্রয়োজনীয় জিনিস সরবরাহ বন্ধ করেছে পাক সরকার। ফলে সেখানে কর্মরত ভারতীয় কূটনীতিক এবং তাঁদের পরিবারের সদস্যদের জীবন কার্যত দুর্বিষহ হয়ে পড়েছে।
advertisement
3/7
ইসলামাবাদে অবস্থিত হাই কমিশনের দফতর পর্যন্ত ছড়িয়ে রয়েছে সুই নর্দার্ন গ্যাস পাইপলাইন। এতদিন পর্যন্ত তা থেকেই রান্নার গ্যাস পেতেন ভারতীয় কূটনীতিকরা। কিন্তু, সেখানে তা ছেদ পড়েছে। ফলে বাজার থেকে চড়া দামে সিলিন্ডার কিনতে হচ্ছে। লোকসান হচ্ছে নয়াদিল্লির।
advertisement
4/7
শুধু গ্যাস নয়, পানীয় জলের ক্ষেত্রেও একই পদক্ষেপ নিয়েছে শরিফ সরকার। যে সংস্থা এতদিন ধরে পানীয় জল সরবরাহ করত তা বন্ধ করে দিয়েছে। ফলে, পানীয় জলও বাইরে থেকে কিনে খেতে হচ্ছে ভারতীয় কূটনীতিকদের।
advertisement
5/7
সূত্রের খবর ,পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইকে ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে পাকিস্তানে থাকা ভারতীয় কূটনীতিক এবং তাঁদের সদস্যদের উপর নজর রাখতে
advertisement
6/7
আর এই বিষয়টা একদমই ভাল চোখে দেখছে না নয়াদিল্লি। এই বিষয় ইতিমধ্যেই আন্তর্জাতিক স্তরে যাওয়ার তোড়জোড় শুরু করেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
advertisement
7/7
আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে, পরিস্থিতি আরও খারাপের দিকে গেলে পাকিস্তানে ভারতের হাইকমিশন সম্পূর্ণ ভাবে বন্ধ করে দিতে পারে ভারত।
বাংলা খবর/ছবি/বিদেশ/
ভারতের সঙ্গে এঁটে উঠতে না পেরে শেষে এই কাণ্ড! ইসলামাবাদে ভারতীয় হাই কমিশনে কোন নোংরা খেলায় মেতেছে শাহবাজের সরকার?
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল