Taliban Rehab Center: তালিবান রিহ্যাব সেন্টারে মানুষের মাংস খাচ্ছে মানুষ! ভয়ঙ্কর অবস্থা
- Published by:Suman Majumder
Last Updated:
Taliban Run Rehab Clinic: পার্কে ঘুরে বেড়ানো বিড়ালের গলা কেটে খেয়ে ফেলেছে এক বন্দি।
advertisement
1/5

তালিবান আফগানিস্তানের দখল নেওয়ার পর থেকে পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। হাসপাতাল থেকে শুরু করে স্কুল পর্যন্ত, সব জায়গায় দুর্দশা। মাদকাসক্তি দূর করতে তালিবান পুনর্বাসন কেন্দ্র স্থাপন করেছিল। এখানে হাজার হাজার মানুষ ভর্তি হলেও এখানকার ব্যবস্থা এতটাই খারাপ যে বন্দিরা মানুষের মাংস খেতে শুরু করেছে। কেউ কেউ বিড়াল এমনকি মানুষের মাংস খেয়েও বাঁচতে শুরু করেছে বলে জানা গিয়েছে।
advertisement
2/5
ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে একজন সাংবাদিকের সঙ্গে কথা বলার সময় এমনই একটি 'হাসপাতাল' থেকে উদ্ধার হওয়া এক ব্যক্তি বলেন, 'তারা একজনকে হত্যা করে তার দেহ পুড়িয়ে দিয়েছে। কেউ কেউ তার অন্ত্র খেয়ে ফেলেছিল।
advertisement
3/5
আবদুল নামে আরেক বন্দি বলেন, 'রোগীদের ক্ষুধার্ত থাকাটা একটা সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সেই কারণে অনেকের মৃত্যু হয়েছে। লোকটি বলছিল, একদিন লোকেরা পার্কে ঘুরতে থাকা একটি বিড়ালকে ধরে খেয়ে ফেলেছিল। এক ব্যক্তি বিড়ালের গলা কেটে খেয়ে ফেলেছিল।
advertisement
4/5
জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তান দীর্ঘদিন ধরে বিশ্বের বৃহত্তম অবৈধ আফিম ও হেরোইন সরবরাহকারী। ২০১৭ সালে আফগানিস্তান একাই বিশ্বের ৮০ শতাংশের বেশি ওষুধ সরবরাহ করেছিল। চলতি বছর ১.৪ বিলিয়ন ডলারের ওষুধের লেনদেন হয়েছে।
advertisement
5/5
জাতিসংঘের ড্রাগস অ্যান্ড ক্রাইম (ইউএনওডিসি) অফিসের কাবুল অফিসের প্রধান সিজার গুডস রয়টার্সকে বলেছেন, তালিবান তাদের আয়ের অন্যতম উৎস হিসেবে আফগান আফিম ব্যবসার ওপর নির্ভর করে। বেশি উৎপাদনের কারণে ওষুধ সস্তা হয়েছে এবং বেশি মানুষের কাছে পৌঁছতে পারে।