ঠিক যা শাস্তি দিয়েছিল ভারত, পাকিস্তানকে একই শিক্ষা দিল আফগানিস্তান! হাহাকার দশা শরিফদের, কী করল আফগান সরকার?
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Afghanistan Pakistan relations: পাকিস্তানকে ভারতের পথেই একই শাস্তি দিল আফগানিস্তান। জল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিল আফগানিস্তানের ক্ষমতায় থাকা তালিবানরা।
advertisement
1/5

পাকিস্তানকে ভারতের পথেই একই শাস্তি দিল আফগানিস্তান। জল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিল আফগানিস্তানের ক্ষমতায় থাকা তালিবানরা। কুনর নদীতে যত দ্রুত সম্ভব বাঁধ নির্মাণ করে জল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আফগানিস্তানের সর্বোচ্চ নেতা আখুন্দজাদার।
advertisement
2/5
আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন জলমন্ত্রী এক্স হ্যান্ডলে জানান, "আফগানদের নিজেদের এলাকার জল নিয়ন্ত্রণ করার অধিকার রয়েছে। সেই সঙ্গে আরও জানিয়েছেন, কোনও বিদেশি শক্তি নয়, দেশীয় সংস্থা দিয়েই বাঁধ নির্মাণ করাবে তালিবান।
advertisement
3/5
সম্প্রতি ডুরান্ড লাইন বরাবর পাকিস্তান এবং সংঘর্ষের ফলে এই পদক্ষেপতে গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। তবে জল বন্ধ করে এর আগে পাকিস্তানকে শিক্ষা দিয়েছিল ভারতও। ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি হামলার পরে ভারত সিন্ধু চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নেয়।
advertisement
4/5
কুনর নদীর জল সিন্ধু নদীর মতোই পাকিস্তানের জন্য গুরুত্বপূর্ণ। বিদ্যুৎ উৎপাদন, পানীয় হিসাবে, সেচের কাজেও ব্যবহার করা হয় এই নদীর জল। বিশেষ করে খাইবার পাখতুনখওয়াতে এই নদীর জল জীবনযাপনের জন্য দরকারি।
advertisement
5/5
এখানে আরও গুরুত্বপূর্ণ বিষয় হল, সিন্ধু জলচুক্তি যদিও ভারতের বিরুদ্ধে হাতিয়ার হতে পারে, কিন্তু আফগানিস্তানকে আটকানোর জন্য পাকিস্তানের সঙ্গে কোনও চুক্তি নেই। তাই ব্যবস্থা নিতে পারবে না পাকিস্তান।