A R Rahman at Dhaka|| মুজিবে মুগ্ধ রহমান, বঙ্গবন্ধুর জন্য লিখে ফেললেন গোটা গান! ঢাকায় জমকালো কনসার্ট
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
A R Rahman writes bengal song for Mujibur Rahman: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB) আয়োজিত অনুষ্ঠানে সংগীত পরিবেশন করলেন জনপ্রিয় সংগীতশিল্পী এ আর রহমান (AR Rahman)।
advertisement
1/8

*বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB) আয়োজিত অনুষ্ঠানে সংগীত পরিবেশন করলেন জনপ্রিয় সংগীতশিল্পী এ আর রহমান (AR Rahman)। সংগৃহীত ছবি।
advertisement
2/8
*বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব ১০০’ অনুষ্ঠানে গান গেয়ে মুগ্ধ করেছেন অস্কারজয়ী এই সংগীতপরিচালক। সংগৃহীত ছবি।
advertisement
3/8
*‘ক্রিকেট সেলিব্রেট মুজিব ১০০’ নামে এ অনুষ্ঠান আয়োজন করেছিল বিসিবি। এতেই অংশ নিতে ঢাকায় পৌঁছন রহমান। সংগৃহীত ছবি।
advertisement
4/8
*এরপর ঢাকার শের-ই-বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত অনুষ্ঠানে মঙ্গলবার গান গাইলেন অস্কারজয়ী সঙ্গীত পরিচালক রহমান ৷ সঙ্গে ছিলেন বাংলাদেশের শিল্পী মোমতাজ বেগম ও মাইলস ব্যান্ড (AR Rahman in Bangladesh) ৷ সংগৃহীত ছবি।
advertisement
5/8
*তিনঘণ্টার কনসার্টে ৩৫ গান গেয়েছেন তিনি। রবিবার রাতে ঢাকায় (Dhaka) পৌঁছন রহমান। ছিলেন ঢাকার বিখ্যাত হোটেল সোনারগাঁওয়ে। সংগৃহীত ছবি।
advertisement
6/8
*বিসিবি আয়োজিত এই অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছিল ‘এ আর রহমান কনসার্ট’। মোমতাজ বেগম এবং মাইলসকে দিয়েই অনুষ্ঠান শুরু হয়। তার পর এআর রহমান মঞ্চে আসতেই জমে ওঠে অনুষ্ঠান। সংগৃহীত ছবি।
advertisement
7/8
*এ দিন সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত চলে রহমানের অনুষ্ঠান। প্রায় ৩৫টি গান গেয়েছেন তিনি (AR Rahman's concert in Bangladesh) ৷ সংগৃহীত ছবি।
advertisement
8/8
*মঙ্গলবার (২৯ মার্চ) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত টেলিভিশনের কল্যাণে অস্কারজয়ী এই শিল্পীর সুর ছুঁয়ে গেছে অসংখ্য দর্শক-শ্রোতার হৃদয়।সংগৃহীত ছবি।