TRENDING:

ট্যাটু করাতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি হল মডেলের, চিরজীবনের মতো হারালেন অঙ্গ

Last Updated:
চোখের সাদা অংশে ট্যাটু করিয়েছেন ওই মডেল
advertisement
1/5
ট্যাটু করাতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি হল মডেলের, চিরজীবনের মতো হারালেন অঙ্গ
ট্যাটু করানো একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। কিন্তু তাই বলে চোখে ট্যাটু? শুনতে অবাক লাগলেও সেটা সত্যি। এমনই একটি কাজ করতে গিয়ে অন্ধ হলেন এক মডেল।
advertisement
2/5
এই ঘটনাটি ঘটেছে পোল্যান্ডের রোকলার এলাকায়। সেখানকার বাসিন্দা আলেক্সান্দ্রা স্যাডোক্সা ঠিক করেন যে, র‌্যাপার পোপেকের মতো চেহারা আনতে তিনি চোখের মধ্যে ট্যাটু চোখের ভেতরে ট্যাটু করাতে আগ্রহী হন। পরে চোখের সাদা অংশটি কালো রঙ দিয়ে ট্যাটু করতে যান স্থানীয় এক শিল্পীর কাছে।
advertisement
3/5
২৫ বছর বয়সী ওই মডেল চোখে ট্যাটু করানোর পর থেকেই চোখে ব্যথা শুরু হয়। পিয়োটার এ নামে পরিচিত স্থানীয় এক ট্যাটুশিল্পী তার চোখের ভেতর ট্যাটু করে দেন। ট্যাটুশিল্পী তাকে বলেছিলেন– এই যন্ত্রণা স্বাভাবিক এবং পেইন কিলার খেলেই নাকি ব্যথা কমেও যাবে। কিন্তু সেটা হয় নি। আর চোখে অন্ধকার দেখা শুরু করেন আলেকজান্দ্রা। তারপর চিরতরে অন্ধ হয়ে যান তিনি।
advertisement
4/5
আলেকজান্দ্রার চিকিৎসকরা জানিয়েছেন, ট্যাটু আঁকতে গিয়ে শিল্পী হয়তো চোখের মণিতে আঘাত করে ফেলে। এ ছাড়া ওই ট্যাটু করতে যে কালি ব্যবহার করা হয় তা সরাসরি আলেকজান্দ্রার রেটিনার সংস্পর্শে আসে। এর জন্যই চোখের দৃষ্টি হারান মডেল।
advertisement
5/5
আলেকজান্দ্রা স্বীকার করে নিয়েছে যে এটা তাঁর দুর্ভাগ্য। আর সে যে কোনও দিন দৃষ্টি ফিরে পাবে তারও আশা নেই কারন ক্ষতিটা খুব গভীর । ট্যাটুশিল্পীর বিরুদ্ধে মামলাও করেন আলেকজান্দ্রা। এর ফলে তিন বছরের কারাদণ্ড হয়েছে ওই ট্যাটুশিল্পীর।
বাংলা খবর/ছবি/বিদেশ/
ট্যাটু করাতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি হল মডেলের, চিরজীবনের মতো হারালেন অঙ্গ
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল