2025 Nobel Peace Prize: শেষবেলায় কি 'খেলা' ঘুরিয়ে দিলেন ট্রাম্প? নোবেল শান্তি পুরস্কার এবার কে পেতে চলেছেন! ছোট্ট বার্তাতেই স্পষ্ট? কোন নাম সবচেয়ে জোরদার এবার?
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
2025 Nobel Peace Prize: আগামী শুক্রবার এই বছরের নোবেল শান্তি পুরস্কার প্রাপকের নাম ঘোষণা হতে চলেছে।
advertisement
1/10

একাধিক বার বিশ্বের বিভিন্ন প্রান্তে যুদ্ধ থামানোর কৃতিত্ব দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজেই নিজেকে নোবেল শান্তি পুরস্কারের দাবিদার বলেছেন।
advertisement
2/10
এই পরিস্থিতিতে আগামী শুক্রবার এই বছরের নোবেল শান্তি পুরস্কার প্রাপকের নাম ঘোষণা হতে চলেছে। তার আগে বৃহস্পতিবার হোয়াইট হাউসের তরফে প্রেসিডেন্ট ট্রাম্পের একটি ছবি পোস্ট করে লেখা হয়েছে, দ্য পিস প্রেসিডেন্ট, অর্থাৎ শান্তির প্রেসিডেন্ট! নোবেল শান্তি পুরস্কার ঘোষণার দু’দিন আগে এই পোস্টকে ইঙ্গিতবাহী বলেই মনে করা হচ্ছে।
advertisement
3/10
বুধবার প্রেসিডেন্ট ট্রাম্প নিজেও তাঁর পুরস্কার প্রাপ্তির সম্ভাবনা নিয়ে মুখ খুলেছেন। ডোনাল্ড ট্রাম্প আরও এক বার দাবি করেছেন, তিনি বিশ্বে সাতটি যুদ্ধ থামিয়েছেন।
advertisement
4/10
ওই তালিকায় রয়েছে ভারত-পাক সংঘাতও। আরও একটি যুদ্ধ থামানোর কাছাকাছি পৌঁছে গিয়েছেন বলেও জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ট্রাম্প আশাবাদী যে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিও তিনি সামাল দিয়ে দেবেন। এই প্রসঙ্গেই আত্মপ্রশংসার সুরে ডোনাল্ড ট্রাম্পের সংযোজন, তাঁর মনে হয় না ইতিহাসে কেউ এত যুদ্ধ থামিয়েছে। সেই সূত্রেই জল্পনা ছড়িয়েছে, তাহলে এ বছর নোবেল শান্তি পুরস্কার পাবেন ট্রাম্প?
advertisement
5/10
যদিও সুইডেনের আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অধ্যাপক পিটার ভ্যালেনস্টিন সংবাদসংস্থা এএফপি-কে বলেন, ‘না, এ বছর ট্রাম্প নোবেল পাচ্ছেন না।’ তিনি আরও বলেন, ‘তবে হয়ত পরের বছর? তখন হয়ত তাঁর নানা উদ্যোগ, বিশেষ করে গাজা সংকট নিয়ে পদক্ষেপের বিষয়ে ধোঁয়াশা কেটে যাবে।’
advertisement
6/10
অসলো পিস রিসার্চ ইনস্টিটিউটের প্রধান নিনা গ্রেগার বলেন, ‘গাজায় শান্তি আনার প্রচেষ্টার বাইরেও আমরা (ট্রাম্পের) এমন অনেক নীতি দেখেছি, যা নোবেলের (আলফ্রেড নোবেল) উইলে লেখা উদ্দেশ্যের পরিপন্থী। সেই উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক সহযোগিতা, জাতির ভ্রাতৃত্ব ও নিরস্ত্রীকরণ উৎসাহিত করা।’
advertisement
7/10
নোবেল শান্তি পুরস্কার প্রদানকারী পাঁচ সদস্যের কমিটির চেয়ারম্যান ইয়োরগেন ওয়াতনে ফ্রিডনেস বলেন, ‘আমরা পুরো ছবিটিই দেখি। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সম্পূর্ণ ভূমিকা ও চরিত্র বিবেচনায় নেওয়া হয়। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল শান্তির জন্য তারা বাস্তবে কী অর্জন করেছে, সেটিই আমরা দেখি।’
advertisement
8/10
এ বছর নোবেল শান্তি পুরস্কারের জন্য ৩৩৮ ব্যক্তি ও সংস্থাকে মনোনয়ন দেওয়া হয়েছে। তালিকা ৫০ বছর পর্যন্ত গোপন রাখা হয়। বিশ্বের বিভিন্ন দেশের সংসদ সদস্য, মন্ত্রিসভার সদস্য, আগের বিজয়ীরা, নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও নোবেল কমিটির সদস্যরা প্রার্থীদের মনোনয়ন দিতে পারেন।
advertisement
9/10
২০২৪ সালে শান্তি পুরস্কার পেয়েছিল জাপানে পারমাণবিক বোমা হামলায় বেঁচে যাওয়া ব্যক্তিদের সংগঠন নিহোন হিদানকিও। সংগঠনটি পারমাণবিক অস্ত্র নিষিদ্ধে কাজ করে আসছে। এ বছর স্পষ্টভাবে পছন্দের কোনো প্রার্থী না থাকায়, অসলোতে শুক্রবারের ঘোষণার আগে নানা নাম ঘুরে বেড়াচ্ছে। এর মধ্যে আছে স্বেচ্ছাসেবীদের নেটওয়ার্ক সুদানের ‘ইমার্জেন্সি রেসপন্স রুমস’। তারা যুদ্ধ ও দুর্ভিক্ষে আক্রান্ত মানুষদের সাহায্য করতে জীবন ঝুঁকিতে ফেলে কাজ করছে।
advertisement
10/10
এ ছাড়া রয়েছেন রুশ নেতা অ্যালেক্সি নাভালনির বিধবা স্ত্রী ইউলিয়া নাভালনায়া এবং অফিস ফর ডেমোক্রেটিক ইনস্টিটিউশনস অ্যান্ড হিউম্যান রাইটস নামের নির্বাচন পর্যবেক্ষণকারী সংস্থার নাম। নরওয়ের ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক হালভার্ড লেইরা বলেন, ‘আমার ধারণা, সম্ভবত এ বছর বিতর্কিত নন, এমন একজন প্রার্থীর পক্ষেই রায় যাবে।’