TRENDING:

2 Minutes In Toilet: অফিসে এলে বাথরুমে বরাদ্দ ২ মিনিটই, তাতেই সারতে হবে টয়লেট হোক পটি, বেশিক্ষণ হলেই বড় টাকার ফাইন, কড়া নিদান কোম্পানির

Last Updated:
2 Minutes In Toilet: টয়লেটে যাচ্ছেন টাইম দেখে নিন বেশিক্ষণ থাকলেই হবে ফাইন...
advertisement
1/6
অফিসে এলে বাথরুমে ২ মিনিট সময়,তাতে সারতে হবে টয়লেট হোক পটি,বেশিক্ষণ হলেই বড় টাকা ফাইন
2 Minutes In Toilet: কাজ থেকে উঠে, চেয়ারটা পিছন দিকে ঠেলে গেলেন বাথরুম৷ হাতে মুখে জল দেবেন, টয়লেট করবেন, প্রয়োজন হলে পটিও করতে পারেন৷ কিন্তু ওটা কী বাজছে টাইমার, ২ মিনিট হয়ে গেছে৷ টয়লেটে ঘড়ি , এ আবার কী হ্যাঁ ঠিক এই ব্যবস্থাই করেছে একটি ম্যানফাকচারিং কোম্পানি৷ তারা জানিয়ে দিয়েছেন টয়লেটে প্রস্রাব করতে যান কিম্বা মলত্যাগ সময় কিছুতেই ২ মিনিটের বেশি নেওয়া যাবে না৷ Photo- Representative
advertisement
2/6
দ্য থ্রি ব্রাদার্স মেশিন ম্যানুফাকচারিং কোম্পানি - এদের হেড কোয়ার্টার ফোশান, গুয়ানডং- নিজেদের কর্মীদের জন্য কড়া রেগুলেশন বা নীতি এনেছে৷ তারা বাথরুম বা ওয়াশরুমে যাওয়ার বিরতির সময় কঠোর ভাবে বেঁধে দিচ্ছে৷ তাদের কথায় পূর্ব নির্ধারিত বিরতির সময় যেটা দেওয়া থাকবে তার বাইরে যে ব্রেক আগে থেকে প্ল্যান করা নয় তার জন্য ২ মিনিট ব্রেক পাবে৷ Photo- Representative
advertisement
3/6
ইয়াংচেং ইভিনিং নিউজ অনুসারে, কোম্পানিটি একটি প্রাচীন চিনা চিকিৎসা পাঠ্য 'ইয়েলো এম্পেররস ইনার ক্যানন' (হুয়াং ডি নি জিং) উদ্ধৃত করে তাদের সিদ্ধান্তের যৌক্তিকতার ব্যাখ্যা দিয়েছে৷ তাদের দাবি করেছে যে নীতিটি কর্মীদের স্বাস্থ্যের প্রচারের জন্য ডিজাইন করা হয়েছে। Photo- Representative
advertisement
4/6
ইয়েলো এম্পেররস ইনার ক্যানন- এই বইটি ২০০০ বছর আগের৷ এটাকে চিনা চিকিৎসা শাস্ত্রের প্রভাবশালী কাজ বলে মান্যতা দিয়েছে৷ এটাকে অনেক ক্ষেত্রেই চিনের ‘অরিজিন অফ মেডিসিন’ বলেও বলা হয়৷  যা চিকিৎসা শাস্ত্রের একেবারে বেসিক থিওরির ব্যাখ্যা দেয়৷ Photo- Representative
advertisement
5/6
এদিকে শুধু নিয়ম করেই ক্ষান্ত হয়নি, সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে কোম্পানি সিসিটিভি ক্যামেরা, মনিটর লাগিয়েছে৷  যদি কাউকে নিয়ম ভাঙতে দেখা যায় তাহলে ১০০ উয়ান ( ভারতের হিসেবে ১২০০ টাকা ), জরিমানা করা হবে৷ পলিসি প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হলেও ১ মার্চ থেকে এটি কার্যকর করা হবে সরকারিভাবে৷ Photo- Representative
advertisement
6/6
এটাই প্রথমবার নয় যে কোনও চিনা কোম্পানি টয়লেটে কতটা সময় কাটাবে, তা নিয়ে বিধিনিষেধ জারি করেছে৷ এক্সট্রিম রেস্ট রুম পলিসি এনেছিল শেনজেন প্রদেশের একটি কোম্পানি৷ এই জেরে তারা টয়লেটের মধ্যে কর্মীদের ছবি তুলত৷ এদিকে দোনাগুনের একটি কোম্পানি ২০ উয়ান ( ভারতীয় মুদ্রায় ২৪০ টাকা) ফাইন করত যদি ৮ ঘণ্টার শিফটে একবারের বেশি টয়লেট ব্যবহার করবে৷ Photo- Representative
বাংলা খবর/ছবি/বিদেশ/
2 Minutes In Toilet: অফিসে এলে বাথরুমে বরাদ্দ ২ মিনিটই, তাতেই সারতে হবে টয়লেট হোক পটি, বেশিক্ষণ হলেই বড় টাকার ফাইন, কড়া নিদান কোম্পানির
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল