TRENDING:

Chicken: করোনার থেকে ১০০ গুণ ভয়ঙ্কর ভাইরাস! মুরগির মাংসে লুকিয়ে বিপদ? ঝড়ের গতিতে ছড়াচ্ছে সংক্রমণ

Last Updated:
Chicken: করোনাভাইরাসে মৃত্যুর হার বর্তমানে ০.১ শতাংশে এসে ঠেকেছে। মহামারীর শুরুতেই ২০ শতাংশ মৃত্যুর হার বার্ড ফ্লু ভাইরাসে। ২০২০ সালের পর পাওয়া তথ্য অনুযায়ী, H5N1-এর নয়া স্ট্রেনে সংক্রমিত প্রায় ৩০ শতাংশ ব্যক্তির মৃত্যু হয়েছে।
advertisement
1/7
করোনার থেকে ১০০ গুণ ভয়ঙ্কর ভাইরাস! মুরগির মাংসে লুকিয়ে বিপদ? ঝড়ের গতিতে ছড়াচ্ছে
*কোভিডের থেকেও ১০০ গুণ ভয়ানক মহামারীর আশঙ্কা। বিশ্বে বাড়ছে বার্ড ফ্লু আক্রান্তের সংখ্যা, যা চিন্তায় ফেলেছে বিজ্ঞানীদের। বিশেষজ্ঞরা সতর্কবার্তায় জানিয়েছেন, করোনার থেকে ১০০ গুণ বেশি ভয়াবহ হতে পারে এই বার্ড ফ্লু মহামারী। সংগৃহীত ছবি। 
advertisement
2/7
*গবেষণার রিপোর্টে দাবি, H5N1 ভাইরাস ক্রমশ ভয়ঙ্কর আকার ধারণ করছে। আশঙ্কা করা হচ্ছে, এটি ক্রমশ মহামারী আকার ধারণ করবে।করোনার থেকে ১০০ গুণ বেশি ভয়াবহতা ছড়ানোর আশঙ্কা রয়েছে। মৃত্যুর হারও কোভিডের থেকে অনেকটাই বেশি হতে পারে। সংগৃহীত ছবি। 
advertisement
3/7
*তবে এই সংক্রমণ একবার পশুপাখি থেকে মানুষের শরীরে প্রবেশ করা শুরু করলে, তা দ্রুত হারে ছড়িয়ে পাড়ার আশঙ্কা করা হচ্ছে। যেহেতু বার্ড ফ্লু মুরগির মধ্যে ছড়িয়ে পড়ে, তাই মাংসপ্রেমীদের আশঙ্কা বাড়ছে। তবে মুরগির মাংস খাওয়া বন্ধ করতে হবে কিনা, তা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখনও পর্যন্ত বিবৃতি দেয়নি। ফলে এখনও নির্ভয়ে তা খাওয়া যেতে পারে। সংগৃহীত ছবি। 
advertisement
4/7
*বার্ড ফ্লু গবেষক ডা. সুরেশ কুচিপুড়ি সতর্কবাণী দিয়েছেন, H5N1 ভাইরাস মহামারী আকার ধারণ করতে পারে। এটি স্তন্যপায়ী প্রাণীদের শরীরেই মূলত হামলা করে। ফলে মানুষের মধ্যে ছড়াবে না এমন ভাবার কারণ নেই।' সংগৃহীত ছবি। 
advertisement
5/7
*কানাডার ফার্মাসিউটিক্যাল সংস্থা বায়োনিয়াগ্রার প্রতিষ্ঠাতা জন ফ্লুটনও এই ভাইরাস নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, 'H5N1 কোভিডের থেকে ১০০ গুণ বেশি ভয়ানক আকার ধারণ করতে পারে। মানুষের মধ্যে ভাইরাস ছড়াতে শুরু করলে অসংখ্য প্রাণহানি ঘটতে পারে।' সংগৃহীত ছবি। 
advertisement
6/7
*বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ২০০৩ সালের পর H5N1 বার্ড ফ্লুয়ে আক্রান্ত প্রত্যেক ১০০ জনের মধ্যে ৫২ জনের মৃত্যু হয়েছে। ৮৮৭টি মামলায় ৪৬২টি মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। সংগৃহীত ছবি। 
advertisement
7/7
*করোনাভাইরাসে মৃত্যুর হার বর্তমানে ০.১ শতাংশে এসে ঠেকেছে। সে ক্ষেত্রে মহামারীর শুরুতেই তা ছিল ২০ শতাংশ মৃত্যুর হার বার্ড ফ্লু ভাইরাসে। ২০২০ সালের পর পাওয়া তথ্য অনুযায়ী, H5N1-এর নয়া স্ট্রেনে সংক্রমিত প্রায় ৩০ শতাংশ ব্যক্তির মৃত্যু হয়েছে এখনও পর্যন্ত। সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/বিদেশ/
Chicken: করোনার থেকে ১০০ গুণ ভয়ঙ্কর ভাইরাস! মুরগির মাংসে লুকিয়ে বিপদ? ঝড়ের গতিতে ছড়াচ্ছে সংক্রমণ
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল