TRENDING:

#377: ‘দিনে আমি পুরুষ, রাত বাড়তেই আমার শরীরে মহিলার আস্তানা’

Last Updated:
দিনে মানবাধিকার নিয়ে লড়াই করা দুঁদে আইনজীবী রাতের অন্ধকারে হয়ে ওঠে লাস্যময়ী যুবতী
advertisement
1/6
#377: ‘দিনে আমি পুরুষ, রাত বাড়তেই আমার শরীরে মহিলার আস্তানা’
আয়ুষ্মানের সোজাসাপটা স্বীকারোক্তি ৷ ৩৭৭ ধারা খারিজ হওয়ার সঙ্গে সঙ্গেই দ্বৈত জীবন থেকে মুক্তির আকাশে প্রাণ ভরে নিঃশ্বাস নিল বছর ২৬-এর আয়ুষ্মান ৷ সমাজ, আইন গোদা বাংলায় বলতে গেলে বাইরের সাদামাটা দুনিয়ার বর্বর, নির্দয়ী বিষ বাক্য ও দৃষ্টি থেকে বাঁচতে এতদিন চলত দ্বৈত জীবন ৷ দিনে মানবাধিকার নিয়ে লড়াই করা দুঁদে আইনজীবী রাতের অন্ধকারে হয়ে ওঠে লাস্যময়ী যুবতী ৷ এমনভাবেই চলছিল আয়ুষ্মানের জীবন ৷
advertisement
2/6
বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর ঐতিহাসিক সু্প্রিম রায়ে সমকামী মানুষদের জন্য আনল নতুন দিন ৷ ভারতের আকাশে মুক্তির নতুন রামধনু ৷ সংবিধানের ৩৭৭ নম্বর ধারাকে সর্বসম্মত ভাবে খারিজ করল পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ। কোর্ট জানিয়েছে, সমকামিতা অপরাধ নয়। চিরাচরিত প্রথা ও পুরোন ধ্যানধারণা ভাঙা প্রয়োজন। এনিয়ে কেন্দ্রকে ব্যাপক প্রচার চালাতেও নির্দেশ দিয়েছেন বিচারপতিরা। ভারতের হাজার হাজার সমকামী মানুষের মতো স্বস্তির নিশ্বাস আয়ুষ্মানের বুকেও ৷
advertisement
3/6
ছোট থেকেই ঘর, স্কুল আর পড়ার বইয়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল এই মেধাবী পড়ুয়ার জীবন ৷ ক্লাসের ফার্স্ট বয় তখনও নিজের অন্তরাত্মার সঙ্গে পরিচিত হননি ৷ বয়ঃসন্ধির দোরগোড়াতেই নতুন করে জীবনকে অনুভব করতে শুরু করেন আয়ুষ্মান ৷ বাড়িতে কেউ না থাকলে মায়ের ড্রেস পড়ে মেকআপ লাগিয়ে সাজতেন তিনি ৷ আয়নায় নিজেকে এমন রূপে দেখে যেন মন ভরত না ৷ ঘণ্টার পর ঘণ্টা সময় কাটত নিজের প্রতিবিম্বের মোহে ৷
advertisement
4/6
‘আমি কি তাহলে পুরুষ নই? আমি কি তাহলে একজন মহিলা?’ মনের অন্দরের আমি-এর থেকে প্রশ্ন পেয়ে ধন্দে পড়ে আয়ুষ্মান ৷ আস্তে আস্তে শরীর জুড়ে বাড়তে থাকে ভেতরে লুকিয়ে থাকা নারী ৷ আকৃষ্ট হতে থাকে পুরুষের প্রতি ৷ কিন্তু বাইরের জগতের অন্যরকম দৃষ্টি, ব্যঙ্গ, শ্লেষের আঘাতে ক্রমাগত অন্দরেই কুঁকড়ে যেতে থাকে সে আত্মা ৷ আজ সে আত্মার মুক্তি ৷ আজ থেকে আর তার অস্বস্তি অপরাধ নয় ৷
advertisement
5/6
কলকাতার ন্যাশনাল ল স্কুলে পাঁচ বছর পড়াশুনা করার পর আইনের ডিগ্রি পান আয়ুষ্মান ৷ প্রথম থেকেই তাঁর আগ্রহের জায়গা ছিল মানব অধিকার ৷ দিনে আইনজীবী হিসেবে মানুষের অধিকারগুলি নিয়ে লড়াইয়ের শেষে রাতে অন্য লড়াইয়ে অবতীর্ণ হত আয়ুষ্মান ৷ এ তাঁর মুক্তির লড়াই ৷ পুরুষ দেহের খাঁচা থেকে বেরিয়ে মুক্তির আকাশে ডানা মেলত আয়ুষ্মানের অন্দরের নারী ৷ শার্ট-প্যান্টের বেড়ি ছেড়ে দেহে উঠত মহিলাদের ড্রেস, প্যাডেড ব্রা, চোখে কাজল, ঠোঁটে লিপস্টিকে সাজত দেহ ৷ Representative Image
advertisement
6/6
এত বছর ধরে দ্বৈত জীবনে হাঁফিয়ে উঠেছিলেন আয়ুষ্মান ৷ এবার স্বস্তি ৷ এদিনের সুপ্রিম রায়ের পর লুকোচুরি ছেড়ে দিনের আলোতেই ডানা মেলতে পারবে আয়ুষ্মানের মানবী ৷ সমাজ আইনের জুজু এখন ৩৭৭-এর সঙ্গেই নিয়েছে বিদায় ৷ আজ বোধহয় প্রথমবার ইচ্ছের ডানা মেলে দ্বৈত জীবনের আড়াল ছেড়ে আসবে রাতপরী আসবে দিনের আলোয় ৷
বাংলা খবর/ছবি/দেশ/
#377: ‘দিনে আমি পুরুষ, রাত বাড়তেই আমার শরীরে মহিলার আস্তানা’
Open in App
হোম
খবর
ফটো
লোকাল