TRENDING:

Weather Report|| উত্তরে হাওয়া কাঁপুনি ধরাচ্ছে, টানা কতদিন চলবে হাওয়ার দাপট? জানুন জেলার সর্বশেষ পূর্বাভাস

Last Updated:
Howrah Weather Update: জেলা জুড়ে উত্তরে হাওয়ায় কাবু মানুষ, টানা কয়েকদিন জাঁকিয়ে শীত, আগামী সপ্তাহে বাড়বে আরও শীতের প্রকোপ।
advertisement
1/7
উত্তরে হাওয়া কাঁপুনি ধরাচ্ছে, টানা কতদিন চলবে হাওয়ার দাপট? সর্বশেষ পূর্বাভাস
*জেলা জুড়ে উত্তরে হাওয়ায় কাবু মানুষ। টানা কয়েকদিন জাকিয়ে শীত। গত দু-তিন দিন একটু শীতের প্রকোপ কমবে এমনটাই জানা গিয়েছে আবহাওয়া দফতর সূত্রে। প্রতিবেদনঃ রাকেশ মাইতি। প্রতীকী ছবি। 
advertisement
2/7
*যদিও আগামী সপ্তাহের শুরু থেকে আবারও ছন্দে ফিরবে শীত, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দফতরের। বছরের শুরু থেকে রাজ্যে উত্তরবঙ্গের পাশাপশি দক্ষিণবঙ্গেও শীতের দাপট অব্যাহত। রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি হাওড়াতেও কয়েক বছরের রেকর্ড ভেঙে নেমেছিল তাপমাত্রার পারদ। প্রতীকী ছবি। 
advertisement
3/7
*শীতের লম্বা কয়েক দিনের ইনিংসে এ এবার ছন্দপতন হতে চলেছে। ঠান্ডার দাপট হয়তো এ বার কিছুটা ব্যাহত হতে পারে হাওড়ায়। এমনটাই জানা যাচ্ছে হাওয়া অফিস সূত্রে। প্রতীকী ছবি। 
advertisement
4/7
*দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে চলেছে। তার জেরে বাধা পাবে উত্তরে হাওয়া। ফলে জেলায় কিছুটা ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। প্রতীকী ছবি। 
advertisement
5/7
*তবে আগামী রবিবার থেকে আবারও ফিরবে শীত। আজ বৃহস্পতিবার হাওড়া ও তার পার্শ্ববর্তী এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াস, রাতে তা দাঁড়াতে পারে ১২ ডিগ্রির আশেপাশে। পাশাপাশি আগামী দু'দিন কিছুটা বাড়বে তাপমাত্রা। প্রতীকী ছবি। 
advertisement
6/7
*অন্যদিকে, এ দিন উলুবেড়িয়ার তাপমাত্রা থাকবে ১৬-১৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। পাশাপাশি আগামী দু- তিন দিন হাওড়ায় বৃষ্টির সম্ভাবনা নেই। প্রতীকী ছবি। 
advertisement
7/7
*এ দিকে বুধবারের থেকে আজ বৃহস্পতিবার কিছুটা বেড়েছে তাপমাত্রা। ফলে বৃহস্পতিবার কিছুটা ঠাণ্ডা কমবে। আগামিকাল শুক্রবার তাপমাত্রা আরও কিছুটা বাড়বে। শনিবারের পর থেকে আবারও তাপমাত্রা কমতে শুরু করবে। প্রতীকী ছবি।
বাংলা খবর/ছবি/হাওড়া/
Weather Report|| উত্তরে হাওয়া কাঁপুনি ধরাচ্ছে, টানা কতদিন চলবে হাওয়ার দাপট? জানুন জেলার সর্বশেষ পূর্বাভাস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল