TRENDING:

Howrah News: উলুবেড়িয়ায় মৎস্যজীবীর জালে উঠল বিশাল ইলিশ, দাম ৮০০০ টাকা!

Last Updated:
উলুবেড়িয়ায় মৎস্যজীবীর জালে উঠল আড়াই কেজির ইলিশ, মাছ দেখতে ভিড় উৎসাহিত জনতার। (Hilsa fish)
advertisement
1/5
উলুবেড়িয়ায় মৎস্যজীবীর জালে উঠল বিশাল ইলিশ, দাম ৮০০০ টাকা!
উলুবেড়িয়ায় মৎস্যজীবীর জালে উঠল আড়াই কেজির ইলিশ, দেখতে ভিড় উৎসুক জনতার। বর্ষার ভরা মরসুমেও এবার সেভাবে ইলিশের দেখা নেই। ঝিরঝিরে বৃষ্টি পূবালি হাওয়া ইলিশ মেলার পক্ষে উপযোগী হলেও বর্ষার শুরু থেকে নিরাশ হুগলি নদীর মৎস্যজীবীরা। (রিপোর্ট-- রাকেশ মাইতি)
advertisement
2/5
ইলিশের চাহিদা থাকলেও সেভাবে মৎসাজীবীদের জালে ধরা পড়ছে না রুপোলি ফসল। তার ফলে চড়া দামেই বিক্রি হচ্ছে ইলিশ, হাওড়া জেলার উলুবেড়িয়া শ্যমাপুরের মৎস্যজীবীরা সারা বছরের খরা কাটিয়ে বর্ষায় ইলিশের আশাতেই দিন গোনেন। (রিপোর্ট-- রাকেশ মাইতি)
advertisement
3/5
তবে এবছর সেই আশায় এখনও নিরাশ তাঁরা, ভোজন প্রিয় বাঙালির সাধ মিটছে না ইলিশে। তাই ইচ্ছে থাকলেও আকাশছোঁয়া দামের জন্য অনেক বাড়ির হেঁশেলেই ইলিশের দেখা নেই। মন্দার মাঝেই উলুবেড়িয়ায় আড়াই কিলো সাইজের ইলিশের দেখা মিলল জালে। (রিপোর্ট-- রাকেশ মাইতি)
advertisement
4/5
জানা গিয়েছে, অন্য দিনের মতোই বুধবার গঙ্গায় মাছ ধরতে বেরিয়েছিলেন তপন প্রামাণিক। উলুবেড়িয়ার বাউরিয়া এলাকা থেকে তপনবাবুর জালে আড়াই কিলো সাইজের একটি ইলিশ ওঠে। তারপরই মাছটিকে নিয়ে ফুলেশ্বররের ১১ ফটকের সান্ধ্যকালীন মাছ বাজারে নিয়ে যান তপন বাবু। বাজারজুড়ে ক্রেতা বিক্রেতার মধ্যে সাড়া ফেলে দেয় ওই বৃহদ আকারের ইলিশ। (রিপোর্ট-- রাকেশ মাইতি)
advertisement
5/5
মাছটি কিনে নেন ফুলেশ্বর ১১ ফটকের মাছ ব্যবসয়ী নেপাল পাখিরা। তার পর মাছ ব্যবসায়ী নেপাল পাখিরার দোকানে আড়াই (২.৫) কেজির ইলিশটিকে দেখতে বেশ কিছু উৎসুক মানুষ ভিড় জমান সেখানে। বাজারে অনেকেই ওই মাছ কিনতে আগ্রহ দেখান। ইলিশ মাছটি তিন হাজার দুইশো (৩২০০) টাকা কেজি দরে বিক্রি হয় বলে জানা গিয়েছে। (রিপোর্ট-- রাকেশ মাইতি)
বাংলা খবর/ছবি/হাওড়া/
Howrah News: উলুবেড়িয়ায় মৎস্যজীবীর জালে উঠল বিশাল ইলিশ, দাম ৮০০০ টাকা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল