Lau Dal Recipe: নিমেষে উঠে যাবে এক থালা ভাত, লাউয়ের ডালে কি ফোড়ন দেয় জানেন তো? এইভাবে চেষ্টা করে দেখুন
- Published by:Rachana Majumder
- news18 bangla
- Reported by:RAKESH MAITY
Last Updated:
লাউ দিয়ে ডাল একটু সিদ্ধ হয়ে এলে তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু জিরে দিয়ে ফোড়ন। মাত্র কয়েক মিনিটেই তৈরি সুস্বাদু লাউ ডাল।
advertisement
1/6

সহজেই বানিয়ে ফেলুন অল্প মশলায় সুস্বাদু লাউ ডাল। খেতেও বেশ শরীরের পক্ষেও ভাল।
advertisement
2/6
লাউ মসুর ডাল, মুগের ডাল বা অড়হর ডাল জীরে তেজপাতা একটু হলুদ আর সামান্য সর্ষের তেল দিয়ে তৈরি লাউ ডাল।
advertisement
3/6
গরম ভাতের সঙ্গে মাঝেমধ্যে দুপুরে এই ডাল বেশ সুস্বাদু। গরমে এই ডাল শরীরের জন্য বেশ উপকারী। তবে শীতকালে টাটকা লাউ দিয়ে আরও সুস্বাদু।
advertisement
4/6
১০০ গ্রাম ডাল ২০০ থেকে ৩০০ গ্রাম লাউ। সিদ্ধ করে লঙ্কা তেজপাতা জীরে দিয়ে ফোরণ দিলেই ডাল তৈরি।
advertisement
5/6
প্রথমে হলুদ দিয়ে ডাল সিদ্ধ। ডাল একটু সিদ্ধ হয়ে এলে তাতে ছোট লাউ কুচি দিয়ে কয়েক মিনিট সিদ্ধ করে নেওয়া।
advertisement
6/6
লাউ দিয়ে ডাল একটু সিদ্ধ হয়ে এলে, তেজপাতা একটা শুকনো লঙ্কা এবং একটু জীরে দিয়ে ফোরণ। মাত্র কয়েক মিনিটেই তৈরি সুস্বাদু লাউ ডাল।