TRENDING:

Durga Puja Travel 2023: নদীর কোলে সবুজ চরে সময় কাটাতে চান, পুজোর ছুটিতে ঢুঁ মারতে পারেন বেনাপুর চরে

Last Updated:
Durga Puja Travel 2023: একদিন ও এক বেলায় ঘোরার সেরা ঠিকানা, রোদ্দুরে চিকচিক নদীর জল সবুজে ঢাকা নদীর চর, চড়ে দাঁড়িয়ে বাবলা গাছ, খোলা আকাশে স্নিগ্ধ বাতাস, সূর্যাস্তের সময় আরও মায়াবী হয়ে ওঠে এই স্থান।
advertisement
1/8
নদীর কোলে সবুজ চরে সময় কাটাতে চান,পুজোর ছুটিতে ঢুঁ মারতে পারেন বেনাপুর চরে
একদিন ও এক বেলার ঘোরার আদর্শ স্থান বেনাপুর নদীর চর।
advertisement
2/8
নীল আকাশ রোদ্দুরে চিকচিক করছে নদীর জল। নদীর কোলে সবুজের ঢাকা খাড়া চর। সবুজের উপর দাঁড়িয়ে বাবলা গাছ। এক অপরূপ দৃশ্য।
advertisement
3/8
হাওড়ার বাগনান ব্লকের বেনাপুর গ্রামে রূপনারায়ণ নদীর জেগে ওঠা চর। এখন জনপ্রিয় পর্যটন কেন্দ্র।
advertisement
4/8
রূপনারায়ণ নদীর পূর্ব পাড়ে হাওড়ার বেনাপুর গ্রাম। নদীর পশ্চিম পাড়ে মেদিনীপুর জেলা।
advertisement
5/8
নদীর কোলে সবুজ চর। মাথার উপর খোলা আকাশ। এখানে মিলবে স্নিগ্ধ বাতাস। ভ্রমণ পিপাসু মানুষের কাছে ভীষণ আকর্ষণের এই স্থান।
advertisement
6/8
বর্ষার শেষ থেকে শীতকাল ভর। শনি রবি ও ছুটির দিনগুলিতে অগণিত মানুষের ভিড়।
advertisement
7/8
বিশেষ করে সূর্য অস্তের সময় আরও মায়াবী হয়ে ওঠে এই স্থান।
advertisement
8/8
বাস বা ট্রেনে বাগনান এসে অন্টিলা হয়ে বেনাপুর নদী চর প্রায় আধঘন্টা পথ।
বাংলা খবর/ছবি/হাওড়া/
Durga Puja Travel 2023: নদীর কোলে সবুজ চরে সময় কাটাতে চান, পুজোর ছুটিতে ঢুঁ মারতে পারেন বেনাপুর চরে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল