Durga Puja 2023: প্রতিমার চোখ এঁকেছিলেন স্বয়ং শ্রীরামকৃষ্ণ! কামারপুকুরের লাহাবাড়ির দুর্গাপুজোর ইতিহাস জানেন কি?
- Reported by:SUVOJIT GHOSH
- hyperlocal
Last Updated:
মহালয়ার পর থেকেই পুজো শুরু হয়ে যেত, তাই আগে দুর্গার চোখ আঁকা হয়ে যেত।একবার কোনও কারণে ঠাকুর রং করার কারিগর না আসায় স্বয়ং রামকৃষ্ণ মা দুর্গার চোখ এঁকে দিয়েছিলেন।
advertisement
1/8

কামারপুকুরের লাহাবাড়ির শতাব্দী প্রাচীন পুজোর নেপথ্যে রয়েছে এক ইতিহাস। জমিজমা সংক্রান্ত বিবাদে একবার মামলায় জড়িয়ে পড়েন ধর্মদাস লাহা
advertisement
2/8
পথে ক্লান্ত হয়ে একটি গাছের নীচে বিশ্রাম নিতে শুরু করেন। সেই সময়ে ঘুমের মধ্যে স্বপ্নে দুর্গা ঠাকুর তাঁকে বলেন, ” মামলায় জয়ী হবি তুই, বাড়ি গিয়ে আমার পুজো শুরু করিস
advertisement
3/8
খানাকুল থেকে দুই প্রতিমাশিল্পী হাজির। তাঁরা ধর্মদাসবাবুকে বলেন, তাই আমরা এসেছি।” সেই থেকেই শুরু লাহাবাড়ির দুর্গাপুজো
advertisement
4/8
কামারপুকুরের লাহাবাড়ির শতাব্দী প্রাচীন পুজোর নেপথ্যে রয়েছে এক ইতিহাস। জমিজমা সংক্রান্ত বিবাদে একবার মামলায় জড়িয়ে পড়েন ধর্মদাস লাহা
advertisement
5/8
কামারপুকুরের লাহাবাড়ির শতাব্দী প্রাচীন পুজোর নেপথ্যে রয়েছে এক ইতিহাস। জমিজমা সংক্রান্ত বিবাদে একবার মামলায় জড়িয়ে পড়েন ধর্মদাস লাহা
advertisement
6/8
লাহা পরিবারের পুজোর সঙ্গে জড়িয়ে আছে রামকৃষ্ণের ছোটবেলা। যেহেতু তাঁর গ্রামের বাড়ির পুজো, তাই এই পুজোতে অংশ নিত রামকৃষ্ণের পরিবারও
advertisement
7/8
দুর্গা যাত্রা শুনতে ভালবাসতেন। সেই রীতি মেনে এখনও বংশ পরম্পরায় যাত্রাপালা হয়ে আসছে। মহালয়ার দিন থেকে আট দিনব্যাপী যাত্রাপালা হয়। দুর্গার কাছে প্রথম যাত্রাপালার অনুষ্ঠান করেন
advertisement
8/8
মহালয়ার পর থেকেই পুজো শুরু হয়ে যেত, তাই আগে দুর্গার চোখ আঁকা হয়ে যেত।একবার কোনও কারণে ঠাকুর রং করার কারিগর না আসায় গদাই মা দুর্গার চোখ এঁকে দিয়েছিলেন