TRENDING:

জ্বালানির আগুন দাম সত্ত্বেও এইভাবে সস্তায় কিনতে পারেন পেট্রোল-ডিজেল

Last Updated:
এই উপায়ে বাঁচাতে পারেন প্রায় ৪৮০০ টাকা
advertisement
1/12
জ্বালানির আগুন দাম সত্ত্বেও এইভাবে সস্তায় কিনতে পারেন পেট্রোল-ডিজেল
জ্বালানির জ্বালায় জ্বলছে সাধারণ মানুষ। প্রতিদিনই নিজের রেকর্ড ভাঙছে পেট্রোল-ডিজেল। গত সাত দিনে পেট্রোপণ্যের দাম বেড়েছে পাঁচ বার। সেঞ্চুরির পথে পেট্রোল ৷ মঙ্গলবারই মহারাষ্ট্রে পেট্রোল বিকোয় লিটার প্রতি ৯০ টাকায় ৷ গাড়িতে তেল ভরতে নাভিশ্বাস মধ্যবিত্তের ৷ এমন পরিস্থিতিতেও বাজার দরের থেকে সস্তায় কিনতে পারেন পেট্রোল-ডিজেল ৷ কিভাবে? জেনে নিন ৷
advertisement
2/12
পেট্রোপণ্যের উর্ধ্বগামী দামে পকেটে ছ্যাঁকা ৷ তার থেকেই বাঁচতে এই উপায় ৷ পেট্রোল বা ডিজেল কেনার সময় আপনি নগদের বদলে ক্রেডিট কার্ডের মাধ্যমে দাম মেটালে বাজার দরের থেকে অনেক সস্তায় পেট্রোল-ডিজেল কিনতে পারবেন ৷
advertisement
3/12
বেশ কয়েকটি ব্যাঙ্ক ক্রেডিট কার্ডে কেনাকাটায় ক্যাশব্যাকের অফার সহ বাজার দরের উপর অন্তত ১ শতাংশ ছাড় দেয় ৷ এই ছাড়ের সুবিধা নিয়ে পেট্রোল বা ডিজেল কিনলে একজন ক্রেতা বছরে ৪৮০০ টাকা পর্যন্ত সাশ্রয় করতে পারেন ৷
advertisement
4/12
ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ডেও রয়েছে এমন অফার ৷ HPCL পেট্রোল পাম্পে পেট্রোল ও ডিজেল কেনার সময় ICICI ব্যাঙ্কের ক্রেডিট বা মাস্টারকার্ড ব্যবহার করলে ফ্লুয়েলের উপর প্রায় ২.৫ শতাংশ ক্যাশব্যাক বা ১ শতাংশ সারচার্জ ডিসকাউন্ট মেলে ৷
advertisement
5/12
বছরে সর্বোচ্চ ৩৫০০ টাকা পর্যন্ত সাশ্রয় করতে পারেন কোটাক ব্যাঙ্কের গ্রাহকেরা ৷ কোটাক রয়্যাল সিগনেচার ক্রেডিট কার্ডে ৫০০ থেকে ৩০০০ টাকা পর্যন্ত তেল কেনাকাটার উপর বিপুল ডিসকাউন্ট পাবেন ৷
advertisement
6/12
সিটি ব্যাঙ্কের ইন্ডিয়ান অয়েল সিটি প্ল্যাটিনাম ক্রেডিট কার্ড এবং ইন্ডিয়ান অয়েল সিটি টাইটেনিয়াম ক্রেডিট কার্ডের মাধ্যমে পেট্রোল পাম্পে দাম মেটালে পাবেন প্রচুর সুবিধা ৷ ইন্ডিয়ান অয়েল রিটেল আউটলেটে ১৫০ টাকার পেট্রোল-ডিজেল কিনলে পাবেন সর্বোচ্চ ১০ হাজার টাকা মূল্যের সমতুল্য অর্থাৎ ২৬৭ পয়েন্ট ৷ এমনকি টাইটেনিয়াম ক্রেডিট কার্ডে বছরে ৭১ লিটার তেল বিনামূল্যে পাওয়ার সুযোগও রয়েছে ৷
advertisement
7/12
BPCL SBI কার্ডে কেনাকাটা করলে ৫০০ টাকা মূল্যের ২০০০ রিওয়ার্ড পয়েন্ট পাওয়া যায়, যা পরেরবার তেল কেনার সময় রিডিম করলে মেলে ছাড় ৷ BPCL পেট্রোল পাম্প থেকে ৪০০০ হাজার টাকার তেল কেনা হলেও SBI কার্ডে মেলে ৪.২৫ ভ্যালুব্যাক ৷ ছোটখাটো কেনাকাটার উপরও অন্তত এক মাসে ১০০ টাকা ছাড় তো অবশ্যই মেলে ৷ এসবিআই এর ৪ রিওয়ার্ড পয়েন্টের মূল্য ১ টাকার সমান ৷
advertisement
8/12
তেল কেনাকাটায় ছাড় পেতে HSBC ব্যাঙ্ক গ্রাহকেরা ব্যবহার করতে পারেন মেক মাই ট্রিপ, প্ল্যাটিনাম ও প্রিমিয়ার ক্রেডিট কার্ড ৷ এতে ৪০০ থেকে ৪০০০ টাকার তেল কিনলে পাবেন অন্তত ১ শতাংশ ছাড় ৷ সাশ্রয় হবে ২৫০ টাকা পর্যন্ত ৷
advertisement
9/12
HDFC ব্যাঙ্কের কার্ডে পেট্রোল-ডিজেল কেনাকাটায় মিলবে ৫ শতাংশ ক্যাশব্যাক এছাড়া ন্যূনতম ১৫০ টাকার তেল কিনলে গ্রাহকের পাবেন বাজার দরের উপর অন্তত ১ শতাংশ ছাড় ৷
advertisement
10/12
Axis ব্যাঙ্ক প্ল্যাটিনাম ক্রেডিট কার্ডেও রয়েছে দুর্দান্ত অফার ৷ ৪০০ থেকে ৪০০০ টাকার তেল কেনাকাটায় বাজারদরের উপর মেলে ছাড় ৷ এক মাসে Axis ব্যাঙ্ক কার্ড ব্যবহার করে সর্বোচ্চ ৪০০ টাকা পর্যন্ত সাশ্রয় করতে পারেন ৷
advertisement
11/12
স্ট্যান্ডার্ড চার্টাড ব্যাঙ্কে ব্লু টাইটেনিয়াম ক্রেডিট কার্ড ব্যবহার করে পেট্রোল পাম্পে সাশ্রয় করতে পারেন ৷ ৭৫০ টাকার তেল কিনলে ৫ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাকের সুযোগ পাবেন ৷ প্রতি মাসে ১৫০ থেকে ২০০ টাকার কেনাকাটায় অন্তত ১ টাকা রিওয়ার্ড পয়েন্টও পাওয়া যায় ৷
advertisement
12/12
HPCL আমেরিকান এক্সপ্রেস ক্রেডিট কার্ড ব্যবহার করে HPCL পেট্রোল পাম্পে কেনাকাটায় ২.৫ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাকের সঙ্গে মিলবে ৬ পে-ব্যাক পয়েন্ট ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
জ্বালানির আগুন দাম সত্ত্বেও এইভাবে সস্তায় কিনতে পারেন পেট্রোল-ডিজেল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল