TRENDING:

Govinda's Son: এ তো যেন রণবীর আর হৃতিকের মিশেল! গোবিন্দা-পুত্র যশবর্ধনকে নিয়ে মজেছে নেটদুনিয়া, খুব শীঘ্রই পর্দায় দেখা যাবে নবাগত এই অভিনেতাকে

Last Updated:
Govinda’s Son Yashvardhan A Mix Of Ranbir and Hrithik: সম্প্রতি আকর্ষণের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন সইফ আলি খান ও অমৃতা সিংয়ের পুত্র ইব্রাহিম আলি খান। অন্যদিকে জোর চর্চা হচ্ছে হৃতিক রোশনের পুত্র হৃদানকে নিয়ে। এবার চর্চার শিরোনামে উঠে এসেছেন গোবিন্দার পুত্র যশবর্ধন আহুজা (Yashvardhan Ahuja)।
advertisement
1/5
এ তো যেন রণবীর আর হৃতিকের মিশেল! গোবিন্দা-পুত্র যশবর্ধনকে নিয়ে মজেছে নেটদুনিয়া
ইতিমধ্যেই অভিনয়ের জগতে পা রাখার জন্য প্রস্তুতি নিচ্ছেন একাধিক স্টার কিড। যেমন- সম্প্রতি আকর্ষণের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন সইফ আলি খান ও অমৃতা সিংয়ের পুত্র ইব্রাহিম আলি খান। অন্যদিকে জোর চর্চা হচ্ছে হৃতিক রোশনের পুত্র হৃদানকে নিয়ে। এবার চর্চার শিরোনামে উঠে এসেছেন গোবিন্দার পুত্র যশবর্ধন আহুজা (Yashvardhan Ahuja)।
advertisement
2/5
সম্প্রতি মা সুনীতা আহুজার সঙ্গে দেখা গিয়েছে যশবর্ধনকে। সেই মুহূর্ত ক্যামেরাবন্দি হয়েছিল। আর তা ইন্টারনেটে ছড়িয়ে পড়তেই গোবিন্দা-পুত্রের থেকে চোখ ফেরাতে পারছেন না নেটিজেনরা। সেই ছবিতে দেখা যাচ্ছে, লাল রঙের মিষ্টি একটি ড্রেস পরেছেন সুনীতা। অন্যদিকে পুত্র যশবর্ধনের পরনে রয়েছে একটি সাদা শার্ট। আর তার উপর তিনি চাপিয়ে নিয়েছেন একটি ডেনিম জ্যাকেট। আর লুক কমপ্লিট করতে চোখে পরেছেন চশমা। আর তারপর থেকেই সুদর্শন যশবর্ধনের সৌন্দর্যের জাদুতে মজেছে নেটপাড়া।
advertisement
3/5
তবে সেই ছবি ছড়িয়ে পড়তে না পড়তেই ভক্তরা আবার যশবর্ধনের সঙ্গে রণবীর কাপুর এবং হৃতিক রোশনের মধ্যে ব্যাপক সাদৃশ্য খুঁজে পেয়েছেন। এর মধ্যে একটি ভিডিও-য় কমেন্টে এক নেটিজেন লিখেছেন, “এ তো ‘কোই মিল গ্যয়া’-র হৃতিক রোশন + ‘জগ্গা জাসুস’-এর রণবীর কাপুর।” এখানেই শেষ নয়, একই রকমের মন্তব্য এসেছে অনেকের কাছ থেকেই। তাঁদের মতে, যশবর্ধনকে দেখতে অনেকটা হৃতিক আর রণবীরের মতোই।
advertisement
4/5
খুব শীঘ্রই বলিউডে পদার্পণ: ফিল্ম ফেয়ার-এর এক্সক্লুসিভ প্রতিবেদন থেকে জানা গিয়েছে যে, অভিনেতা ইরফান খানের পুত্র বাবিল খানের সঙ্গে গোবিন্দা-পুত্র যশবর্ধনের অভিনয় জগতে ডেবিউ হতে চলেছে। চরিত্রটির জন্য অডিশনেও সফল হয়েছেন যশবর্ধন। ফিল্মফেয়ার সূত্রের দাবি, চলতি বছরের যে কোনও সময় ছবিটির শ্যুটিং শুরু হয়ে যেতে পারে বলে আশা করা হচ্ছে। যদিও ছবিটির নাম এখনও ঠিক করা হয়নি। তবে শোনা যাচ্ছে যে, অল্লু অরবিন্দ এবং এসকেএন ফিল্মসের পাশাপাশি এই ছবিটি প্রযোজনা করবেন মধু ম্যান্টেনা।
advertisement
5/5
প্রসঙ্গত, এমনিতেই ছোটবেলা থেকে ফিল্মের প্রতি তীব্র আকর্ষণ ছিল এই স্টার-কিডের। নিজের স্কুলের পড়া শেষ করে তাই যশবর্ধন পাড়ি দিয়েছিলেন লন্ডনের মেট ফিল্ম স্কুলে। এরপর দেশে ফিরে সাজিদ নাদিয়াদওয়ালার মার্কেটিং টিমে কাজ করতে শুরু করেন। এমনকী ‘কিক ২’ ছবিতে অ্যাসিস্টও করেছিলেন। এরপর সাজিদের পরামর্শে অভিনয়ে প্রবেশ করার আগে এডিটিং এবং লেখালিখির মতো চিত্র পরিচালনার খুঁটিনাটি বিষয়গুলি নিয়েও পড়াশোনা করার সিদ্ধান্ত নিয়েছিলেন গোবিন্দা-পুত্র।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Govinda's Son: এ তো যেন রণবীর আর হৃতিকের মিশেল! গোবিন্দা-পুত্র যশবর্ধনকে নিয়ে মজেছে নেটদুনিয়া, খুব শীঘ্রই পর্দায় দেখা যাবে নবাগত এই অভিনেতাকে
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল