TRENDING:

Shah Rukh Khan: পর্দায় একটি চুমুও খাননি, 'বাজিগর'-এর রোম্যান্টিক দৃশ্যে কাজলের সঙ্গে...! কী করেছিলেন শাহরুখ?

Last Updated:
Shah Rukh Khan: বলিউডের সেরা রোমান্টিক জুটির কথা বললেই কাজল ও শাহরুখ খানের রোম্যান্স আজও পেজ থ্রি-র শিরোনামে।
advertisement
1/8
পর্দায় একটি চুমুও খাননি, বাজিগর-এর রোম্যান্টিক দৃশ্যে কাজলের সঙ্গে...! কী করেছিলেন শাহরুখ
৬০-এ পা দিলেন বলিউডের বাদশা শাহরুখ খান৷ ঘড়ির কাটা ১২ টা পেরতেই শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা৷ আজই সেই বিশেষ দিন৷ এক মুহূর্তের জন্য কাছ থেকে কিং খানকে দেখতে মুখিয়ে থাকেন ভক্তরা৷
advertisement
2/8
বলিউডের সেরা রোমান্টিক জুটির কথা বললেই কাজল ও শাহরুখ খানের রোম্যান্স আজও পেজ থ্রি-র শিরোনামে। প্রথমসারির জুটি হিসেবে যেমন তাদের পরিচিতি রয়েছে ঠিক তেমনই বন্ধুত্বের রসায়ণও তাদের খুবই ভাল।
advertisement
3/8
শাহরুখ-কাজল অভিনীত ছবি 'বাজিগর'-এর ক্যামেরার পিছনের গল্প সম্প্রতি প্রকাশ্যে এসেছে, ছবিতে কাজল-শাহরুখের রসায়নে আজও মজে দর্শক। কীভাবে তৈরি হল এই রসায়ন, এখানেই লুকিয়ে টুইস্ট।
advertisement
4/8
'বাজিগর' ছবিতেই প্রথম জুটি বেঁধেছিলেন শাহরুখ-কাজল। তারপর থেকেই পথচলা শুরু । গানের দৃশ্যে প্রেম তো রয়েইছে, সঙ্গে শরীরী ভঙ্গি বোঝাতে অনেককিছু করতে হয়েছিল কাজলকে।
advertisement
5/8
ছবির গানের দৃশ্যে কোনওভাবেই সেই ট্যুইস্ট আনতে পারছিলেন না কাজল। বারেবারে কাট করতে বাধ্য হচ্ছিলেন পরিচালক। করণ জোহরের চ্যাট শোতে কাজল নিজে জানিয়েছেন, যেভাবে নিঃশ্বাস নিতে বলা হয়েছিল তা এতটাই অস্বাভাবিক ছিল যে একের পর এক রিটেক হচ্ছিল।
advertisement
6/8
শাহরুখের মতে,যেটা আমরা সাধারণত স্বাভাবিক জীবনে করি না, সেটা কাজল কোনওদিনই পর্দায় প্রকাশ করতে পারে নি। এবং এই সমস্যার জন্যই বিপদে পড়েছিলেন নিমার্তারা।
advertisement
7/8
কাজলের রোম্যান্টিক অভিনয়ের জন্য শেষমেষ মাঠে নেমেছিলেন কোরিওগ্রাফার সরোজ খান। তিনি শাহরুখের কানে কানে গিয়ে বলেন, অ্যাকশন বলার পর তুমি কাজলকে চিমটি কেটে দিও।মাস্টারজির কথা শুনে সেই কাজটি করেন শাহরুখ। এবং সেই পরিকল্পনার কথা টেরও পাননি কাজল। অ্যাকশন বলতেই কাজলের কোমরে চিমটি কাটেন শাহরুখ।
advertisement
8/8
শাহরুখ চিমটি কাটার পরই কাজলের প্রতিক্রিয়া ক্যামেরায় ধরা পড়ে। এবং সেই রোম্যান্স আজও বলিউডের ইতিহাসের মাইলস্টোন হয়ে রয়েছে। শাহরুখ-কাজলের সুপারহিট ছবি বাজিগর আজও দর্শকমনে সুপারহিট।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Shah Rukh Khan: পর্দায় একটি চুমুও খাননি, 'বাজিগর'-এর রোম্যান্টিক দৃশ্যে কাজলের সঙ্গে...! কী করেছিলেন শাহরুখ?
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল