Abhishek Chatterjee| Khorkuto|| 'খড়কুটো'য় গুনগুনের 'ড্যাডি' প্রয়াত অভিষেক চট্টোপাধ্যায়ের জায়গায় অভিনয় করবেন কে? জানুন...
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Abhishek Chatterjee in Khorkuto: স্টার জলসার দুই জনপ্রিয় মেগা ‘খড়কুটো’ ও ‘মোহর’-এ দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছিলেন প্রয়াত অভিনেতা অভিষেক চট্টপাধ্যায়। এ বারে সেই দুই চরিত্রে অভিনয় করবেন কে?
advertisement
1/7

*স্টার জলসার দুই জনপ্রিয় মেগা ‘খড়কুটো’ ও ‘মোহর’-এ দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছিলেন প্রয়াত অভিনেতা অভিষেক চট্টপাধ্যায়। সংগৃহীত ছবি।
advertisement
2/7
*গুনগুনের ‘ড্যাডি’ ডাঃ কৌশিক বসুর ভূমিকায় অভিনয় করছিলেন অভিষেক চট্টোপাধ্যায়। মোহর ধারাবাহিকে শঙ্খর বাবার (আদিদেব রায়চৌধুরী) ভূমিকাতেও অভিনয়করছিলেন তিনি। সংগৃহীত ছবি।
advertisement
3/7
*অভিষেক চট্টোপাধ্যায়ের মৃত্যুর পর থেকেই দর্শকদের মনে প্রশ্ন ছিল, তবে এই চরিত্র দুটির কী হবে? নতুন কোন অভিনেতা অভিনয় করবেন এই দুই চরিত্রে। সংগৃহীত ছবি।
advertisement
4/7
*দুই সিরিয়ালেরই নির্মাতা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’। সংস্থার অন্যতম কর্ণধার তথা পরিচালক লীনা গঙ্গোপাধ্যায় কী জানিয়েছেন? কে অভিনয় করবেন সেই দুই চরিত্রে? সংগৃহীত ছবি।
advertisement
5/7
*লীনা গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, এই দুই চরিত্রেই নতুন কোনও অভিনেতাকে আনা হবে না। সংগৃহীত ছবি।
advertisement
6/7
*খড়কুটোয় এমনভাবে গল্প মোড় নেবে যেখানে গুনগুনের বাবার চরিত্রের উপস্থিতি থাকবে না। সংগৃহীত ছবি।
advertisement
7/7
*চিত্রনাট্যকার তথা নির্মাতাদের এই সিদ্ধান্তে খুশি সকলেই। কারণ কৌশিক বসুর চরিত্রে অন্য কাউকে দেখতে চায় না খড়কুটো'র দর্শকরা। সংগৃহীত ছবি।