TRENDING:

অক্ষয় কুমারের সঙ্গে প্রথম সিনেমা, একাধিক টিভি সিরিয়ালে কাজ, সব ছেড়ে সন্ন্যাসিনী হয়ে গেলেন অভিনেত্রী

Last Updated:
Where is Barkha Madan now: এখন বরখা মদন গ্ল্যামার জগত থেকে অনেক দূরে। সাধ্বীর জীবন কাটাচ্ছেন।
advertisement
1/7
অক্ষয় কুমারের সঙ্গে প্রথম সিনেমা, একাধিক সিরিয়ালে কাজ, সব ছেড়ে সন্ন্যাসিনী!
বরখা মদনকে মনে আছে? না বোধহয়। একসময় মডেলিং ইন্ডাস্ট্রির পরিচিত মুখ ছিলেন। ১৯৯৪ সালে ‘মিস ইন্ডিয়া’ প্রতিযোগিতাতেও অংশ নিয়েছিলেন। সুস্মিতা সেন, ঐশ্বর্য রাই বচ্চনদের দিয়েছেন টক্কর। তবে খেতাব জিততে পারেননি। বরখা ছিলেন প্রথম রানার আপ।
advertisement
2/7
বরখা মিস ট্যুরিজম ইন্ডিয়ার খেতাব জিতেছিলেন। মালয়েশিয়ার মিস ট্যুরিজম ইন্টারন্যাশনালের তৃতীয় রানার্স আপ হয়েছিলেন। সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিল তাঁর সৌন্দর্য। পরবর্তীকালে পা রাখেন বলিউডে। তাঁর প্রথম সিনেমা ছিল অক্ষয় কুমার, রেখা, রবিনা ট্যান্ডন অভিনীত ‘খিলাড়িও কা খিলাড়ি’।
advertisement
3/7
সিনেমা ব্লকব্লাস্টার হয়। কপাল খোলে বরখার। ২০০৩ সালে তিনি রাম গোপাল ভার্মার ‘ভূত’ সিনেমায় অভিনয় করেন। হরর ফিল্ম ‘ভূত’-এ ভূত মনজিৎ খোসলার চরিত্রে অভিনয় করে দর্শকদের ভয় দেখান বরখা।
advertisement
4/7
অজয় দেবগন, উর্মিলা মাতন্ডকর, নানা পাটেকর, রেখা, ফারদিন খান, তনুজা-সহ বিখ্যাত অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন বরখা। ‘খিলাড়িও কা খিলাড়ি’ এবং ‘ভূত’ ছাড়াও বরখা ১৮৫৭ ক্রান্তি, ঘর এক সপনা এবং ন্যায় সহ বেশ কয়েকটি টিভি সিরিয়ালে অভিনয়ও করেছিলেন। রানি লক্ষ্মীবাইয়ের ভূমিকায় তাঁর অভিনয় অনেকেরই নজর কেড়েছিল।
advertisement
5/7
কিন্তু রাম গোপাল ভার্মার সঙ্গে কাজ করার পরেও বলিউডে শিকড় গাড়তে পারেননি বরখা। ফলে চলে আসেন টিভিতে। ২০০৫ থেকে ২০০৯ সাল পর্যন্ত জি টিভির জনপ্রিয় অনুষ্ঠান সাত ফেরে – সালোনি কা সফরে দেখা গিয়েছিল তাঁকে। রাজশ্রী ঠাকুর এবং শরদ কেলকর প্রধান ভূমিকায় অভিনয় করেছিলেন।
advertisement
6/7
কিন্তু এখন বরখা গ্ল্যামার জগত থেকে অনেক দূরে। সাধ্বীর জীবন কাটাচ্ছেন।
advertisement
7/7
২০১০ সালে প্রযোজনায় নামেন বরখা। প্রতিভাবান স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের প্রচারের জন্য চালু করেন গোল্ডেন গেট এলএলসি। তিনি সোচ লো এবং সুরখাব নামে দুটি চলচ্চিত্র প্রযোজনা ও তাতে অভিনয়ও করেন। বারখা বরাবরই দলাই লামার ভক্ত ছিলেন। ২০১২ সালে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। এখন তিনি সন্ন্যাসিনী। তাঁর নতুন নাম গ্যালটেন সামটেন। পাহাড়ে একটি মঠে থাকেন। ইনস্টাগ্রামে তাঁর আধ্যাত্মিক জীবনের নানা ছবি পোস্ট করেন একসময়ের প্রতিভাবান অভিনেত্রী।
বাংলা খবর/ছবি/বিনোদন/
অক্ষয় কুমারের সঙ্গে প্রথম সিনেমা, একাধিক টিভি সিরিয়ালে কাজ, সব ছেড়ে সন্ন্যাসিনী হয়ে গেলেন অভিনেত্রী
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল