TRENDING:

Saif Rani Kiss: 'জঘন্য...!' রানিকে চুমু খাওয়া নিয়ে বিস্ফোরক মন্তব্য সইফের, কেন এমন বলেন নবাব-পুত্র!

Last Updated:
Saif Rani Kiss: পুরনো এক সাক্ষাৎকারে সইফ বর্ণনা করেছিলেন, কীভাবে সিনেমার চুম্বন দৃশ্যটি শ্যুট করা হয়েছিল। ‘বান্টি অর বাবলি ২’ মুক্তির সময় যশ রাজ ফিল্মসের শেয়ার করা একটি ভিডিওতে এই সম্পর্কে কথা বলেছিলেন সইফ এবং রানি।
advertisement
1/8
জঘন্য...! রানিকে চুমু খাওয়া নিয়ে বিস্ফোরক মন্তব্য সইফের, কেন এমন বলেন নবাব-পুত্র
‘তারা রম পম’, ‘থোড়া প্যায়ার থোড়া ম্যাজিক’, ‘বান্টি অউর বাবলি ২’, ‘হম তুম’, একাধিক ছবিতে কেবল সহশিল্পী নন তাঁরা, একে অপরের খুব ভাল বন্ধুও বটে। পর্দায় সেই দুই বন্ধুর রসায়নও উচ্চ প্রশংসিত হয়েছে বারবার। তবে একবার তাঁদের বন্ধুত্বের চূড়ান্ত ঝলক মিলেছিল এক সাক্ষাৎকারে।
advertisement
2/8
সইফ আলি খান এবং রানি মুখোপাধ্যায়। গত ২৮ মে ‘হম তুম’ ২০ বছর পূর্ণ করেছে। ছবিটি আজও একটি কাল্ট প্রেমের ছবি হিসেবে রয়ে গিয়েছে মানুষের মনে। নায়কের ভূমিকায় অভিনয় করে সইফ জাতীয় পুরস্কারও পেয়েছিলেন।
advertisement
3/8
সিনেমায় সইফ এবং রানির রসায়ন মানুষের অতি পছন্দের হলেও, আপনি কি জানেন যে ছবিতে চুম্বনের দৃশ্যে অভিনয় করতে খুবই অস্বস্তিতে পড়েছিলেন? তবে একইসঙ্গে এই নিয়ে প্রকাশ্যে কথা বলার সময়ে তাঁদের বন্ধুত্বের গভীরতাও ধরা পড়েছে সাক্ষাৎকারে।
advertisement
4/8
পুরনো এক সাক্ষাৎকারে সইফ বর্ণনা করেছিলেন, কীভাবে সিনেমার চুম্বন দৃশ্যটি শ্যুট করা হয়েছিল। ‘বান্টি অর বাবলি ২’ মুক্তির সময় যশ রাজ ফিল্মসের শেয়ার করা একটি ভিডিওতে এই সম্পর্কে কথা বলেছিলেন সইফ এবং রানি।
advertisement
5/8
রানি সাইফকে জিজ্ঞাসা করেন, ‘‘তোমার মনে আছে আমরা কিসিং সিন শ্যুট করতে কতটা ভয় পেয়েছিলাম?’’ সইফের উত্তর, ‘‘আমার মনে আছে তুমি কিসিং সিন শ্যুট করতে কতটা ভয় পেয়েছিলে।’’
advertisement
6/8
সইফের কথায় জানা যায়, রানি সেদিন তাঁর সঙ্গে একটু বেশিই ভাল ব্যবহার করছিলেন। এদিক ওদিক কথা বলতে বলতে সইফকে অনুরোধ করেন, ‘‘তুমি বোলো যে তুমি আমাকে চুমু খেতে চাও না।’’ সইফ বলেন, ‘‘আমি এটা বলতে পারব না! আমার বস আমাকে বলেছেন, তাই আমাকে এটা করতে হবে।’’
advertisement
7/8
রানি বলেন, ‘‘শোনো, আমি মনে করি না আমাদের এটা করা উচিত।’’ সইফের শেষমেশ রাজি হতে হয় রানিকে। খুবই অনুৎসাহের সঙ্গে সেই দৃশ্যে শ্যুট করতে যান তাঁরা। সইফের কথায়, এই চুম্বন দৃশ্যটি ‘সিনেমার ইতিহাসে সবচেয়ে খারাপ চুম্বন’।
advertisement
8/8
সইফের বলেন, ‘‘খুবই অস্বস্তিকর ছিল কারণ তুমি অস্বস্তি বোধ করছিলে। তাই আমি অস্বস্তিতে পড়ে যাই। তাই সিনেমার ইতিহাসে সবচেয়ে খারাপ চুম্বন ছিল ওটা।’’
বাংলা খবর/ছবি/বিনোদন/
Saif Rani Kiss: 'জঘন্য...!' রানিকে চুমু খাওয়া নিয়ে বিস্ফোরক মন্তব্য সইফের, কেন এমন বলেন নবাব-পুত্র!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল