TRENDING:

Deepika-Ranbir: বিছানায় 'এটা'ই বেশি ব্যবহার করেন রণবীর! বিচ্ছেদের পরও 'এক বাক্স' উপহার দিতে চেয়েছিলেন দীপিকা, কী জানেন?

Last Updated:
Deepika-Ranbir: রণবীরকে কোনও পরামর্শ দেওয়ার কথা উঠতেই দীপিকা ফের বলেন, রণবীরের কোনও কন্ডোমের ব্র্যান্ড এনডোর্স করা উচিত৷
advertisement
1/7
বিছানায় 'এটা'ই বেশি ব্যবহার করেন রণবীর!এক বাক্স দিতে চেয়েছিলেন দীপিকা,কী জানেন
ছোট বয়স থেকেই ডেটিং,লিভ-ইন কী না করছেন দীপিকা। একাধিক প্রেম এসেছে বলি অভিনেত্রী দীপিকার জীবনে। বলি ইন্ডাস্ট্রিতে এসেও কাপুর পরিবারের চকোলেট বয় রণবীর কাপুরের সঙ্গে তার সম্পর্ক সবসময়েই সরগরম করেছে পেজ থ্রি-র পাতা।
advertisement
2/7
লিভ-ইন ছেড়ে বেরোনোটা অনেক বেশি কঠিন হয়ে পড়েছিল দীপিকার। কিন্তু জানেন কি, সম্পর্ক ছেড়ে বেরানোর পরও কেন রণবীরকে এক বাক্স কন্ডোম দিতে চেয়েছিলেন বলিউডের দীপ্পি, জানলে অবাক হবেন।
advertisement
3/7
২০১০ সালে সোনম কাপুরের সঙ্গে কফি উইথ করণ-এর শো-তে হাজির হয়েছিলেন দীপিকা৷ সেই শো-তে প্রাক্তন বয়ফ্রেন্ড রণবীর কাপুর সম্পর্কে এমন মন্তব্য করেছিলেন যা শুনে চমকে গিয়েছিলেন সকলেই৷
advertisement
4/7
করণ জোহরের জনপ্রিয় টক শো কফি উইথ করণ সদ্যই শুরু হয়েছে৷ শো-এর প্রথম পর্বের অতিথি হিসেবে হাজির ছিলেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং৷ নতুন সিজন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে পুরনো দিনের কথা মনে করেছেন নেটিজেনরা৷ দীপিকা বলেছিলেন রণবীরের উচিত কোনও কন্ডোম সংস্থার প্রচারের মুখ হওয়া৷ তবে এর পাল্টা উত্তরও দিয়েছিলেন রণবীর৷
advertisement
5/7
রণবীর কাপুরও জবাবে কটাক্ষ করে বলেছিলেন, দীপিকা- সোনমকে মিন গার্ল-এর রিমেকে কাস্ট করা উচিত৷ রণবীর ও দীপিকার এই মন্তব্য নিয়ে কম জলঘোলা হয়নি৷
advertisement
6/7
২০১০ সালে রণবীর ও দীপিকার তখন সদ্যই ব্রেক আপ হয়েছে৷ তখন করণ জোহর দীপিকাকে প্রশ্ন করেছিলেন রণবীরকে তিনি কী উপহার দিতে চান? কোনওকিছু না ভেবেই দীপিকা বলেন, এক বাক্স কন্ডোম, কারণ ওটাই বড় বেশি ব্যবহার করেন৷
advertisement
7/7
রণবীরকে কোনও পরামর্শ দেওয়ার কথা উঠতেই দীপিকা ফের বলেন, রণবীরের কোনও কন্ডোমের ব্র্যান্ড এনডোর্স করা উচিত৷ তবে পুরনো অতীত ভুলে এখন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দুজনের৷
বাংলা খবর/ছবি/বিনোদন/
Deepika-Ranbir: বিছানায় 'এটা'ই বেশি ব্যবহার করেন রণবীর! বিচ্ছেদের পরও 'এক বাক্স' উপহার দিতে চেয়েছিলেন দীপিকা, কী জানেন?
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল