TRENDING:

Bollywood Gossip: থরথর করে কাঁপতাম, সামনে এলেই...! বলিউডের এই সুপারস্টারের ভয়ে আজও কাঁটা রেখা? নাম জানলে চমকে যাবেন, গ্যারান্টি...

Last Updated:
Bollywood Gossip: রেখা একবার সলমন খানের শো বিগ বসের সিজন ৮-এ উপস্থিত হয়ে বলেন, আমি এমনকি প্রেমকেও ভয় পাই না,কারণ আমি এটি সীমাহীন পরিমাণে করতে পারি তবে আমি শুধু একটি জিনিসকে ভয় পাই, বিগ বি, বিগ বস।
advertisement
1/7
থরথর করে কাঁপতাম, সামনে এলেই...! বলিউডের এই সুপারস্টারের ভয়ে আজও কাঁটা রেখা?
চলচ্চিত্র জীবনের পাশাপাশি বলিউডের এই স্বনামধন্য অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়েও চর্চা আজও তুঙ্গে৷ হাজারও পুরুষ আজও তাঁর সৌন্দর্যে মুগ্ধ৷ জীবনে একাধিক প্রেমও এসেছে নায়িকার৷ তবে কোনওপ্রেমই সেভাবে টেকেনি৷ প্রেম থেকে বিয়ে পুরো জীবনটাই যেন রূপোলি পর্দার চিত্রনাট্য৷
advertisement
2/7
বলিউডের উমরাওজান রেখা এবং বিগ বি-র প্রেমের গল্প কারও কাছে অজানা নয়। রেখা ও অমিতাভের মধ্যে গভীর প্রেম ছিল তা নিয়ে আজও কানাঘুসো চলে৷ অমিতাভকে যে তিনি প্রচন্ড ভালবাসতেন, সেকথাও জনসমক্ষে একাধিকবার মেনে নিয়েছেন রেখা।
advertisement
3/7
তবে রেখাকে নিয়ে কখনও প্রকাশ্যে কোনও কথা বলেননি বিগ বি। দু'জনের মধ্যে গোপন প্রেম ছিল বলে শোনা যায়। এই জুটি পর্দায় একাধিক হিট ছবি উপহার দিয়েছেন। কাজের সময় দু'জনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। তবে তা কখনওই স্বীকার করেননি অমিতাভ৷ রেখা একবার খোলাখুলি বিগ বি সম্পর্কে এমন কিছু কথা বলেছিলেন, যার কারণে তিনি আবারও শিরোনামে উঠে এসেছেন৷
advertisement
4/7
বলিউড অভিনেত্রী রেখা একবার সলমন খানের শো বিগ বসের সিজন ৮-এ উপস্থিত হয়েছিলেন। সম্প্রতি পুরনো একটি ভিডিও ভাইরাল হচ্ছে। সেখানে প্রকাশ্যে অমিতাভ বচ্চনকে নিয়ে মুখ খুলেছিলেন রেখা৷
advertisement
5/7
সম্প্রতি শো-এর একটি ক্লিপ রেডিট এবং অন্যান্য মাইক্রোব্লগিং সাইটে ভাইরাল হয়েছে। শো-তে, সলমন খান রেখাকে তাঁর দাবাং চশমা দেন এবং তাকে তাঁর আইকনিক সংলাপগুলি শেখান।
advertisement
6/7
সালমানের সংলাপ শুনে রেখা বলেন, 'থাপ্পড সে না ডর লাগতা হ্যায় স্যার। আমি এমনকি প্রেমকেও ভয় পাই না,কারণ আমি এটি সীমাহীন পরিমাণে করতে পারি তবে আমি শুধু একটি জিনিসকে ভয় পাই, বিগ বি, বিগ বস।
advertisement
7/7
রেখার মুখে একথা শুনে সলমন খানও হাসতে শুরু করেন এবং দর্শকরা হাততালি দিতে থাকেন। ভাইরাল হওয়া এই ভিডিও নিয়ে এখন মানুষ নানা ধরনের মন্তব্য শুরু করেছেন৷
বাংলা খবর/ছবি/বিনোদন/
Bollywood Gossip: থরথর করে কাঁপতাম, সামনে এলেই...! বলিউডের এই সুপারস্টারের ভয়ে আজও কাঁটা রেখা? নাম জানলে চমকে যাবেন, গ্যারান্টি...
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল