TRENDING:

Arijit Singh: দোলের দিন অরিজিৎ কী করলেন জানেন? এত বড় গায়ককে এই রূপে দেখে মুগ্ধ জিয়াগঞ্জ

Last Updated:
রঙের উৎসবে রাঙিয়ে দিচ্ছেন তাদের প্রীয় মানুষ থেকে সকলকেই।কিন্তু যদি কেও হাতের কাছে পেয়ে যান প্রীয় মানুষ গায়ক অরিজিৎ সিং কে, তাহলে তো আর কথায় নেই। 
advertisement
1/6
দোলের দিন অরিজিৎ কী করলেন জানেন? এত বড় গায়ককে এই রূপে দেখে মুগ্ধ জিয়াগঞ্জ
তিনি গায়ক। মাটির মানুষ হিসেবেই সবাই জানে। আজ বসন্ত উৎসব। অন্যদিকে অনেক জায়গায় রঙের উৎসবে রাঙিয়ে দিচ্ছেন তাদের প্রিয় মানুষ থেকে সকলকেই। কিন্তু যদি কেউ হাতের কাছে পেয়ে যান প্রিয় মানুষ গায়ক অরিজিৎ সিং-কে, তাহলে তো আর কথায় নেই।
advertisement
2/6
আজ বসন্ত উৎসব। আবীর গুলালে রাঙিয়ে দেওয়ার দিন। যা কিছু জীর্ণ, পুরোনো, মলিন তা ত্যাগ করে নতুন রং-এ রেঙে উঠবার মূহুর্ত।
advertisement
3/6
সোমবার রঙের উৎসবের দিনে স্কুটি নিয়ে রাস্তায় গায়ক অরিজিৎ সিং। আর অরিজিৎ সিং কে দেখতে পেতেই রাস্তায় তার পথ আটকে দাঁড়িয়ে পড়ে স্কুল পড়ুয়ারা। তাদের আব্দার মেনেই নিজের স্কুটি থামিয়ে দেন গায়ক।
advertisement
4/6
নিজের পাড়ায় একেবারে সাধারণ মধ্যবিত্ত বাঙালির অরিজিৎ সিং, যাকে জিয়াগঞ্জে সোমু নামেই সকলে চেনেন৷ তবে তার মধ্যে না থাকে কোনও চাকচিক্য না মিথ্যা গ্ল্যামারের চশমা থাকে তাঁর চোখে৷ তাই তাঁকেও রাঙিয়ে দেওয়া হল রঙিন বসন্তে।
advertisement
5/6
পাড়ার ছাত্র ও ছাত্রী তাদের থেকেও রঙ মেখে নেন মুখে, তারপরেই তিনি তাঁর স্বভাব সিদ্ধ ভঙ্গিতে চলে যান তার গন্তব্যর উদ্দেশ্যে। তবে হঠাৎই প্রিয় গায়ক অরিজিৎ সিং-কে সামনে পেয়ে আপ্লুত হয়ে পড়েন ছাত্রীরা।
advertisement
6/6
সম্প্রতি পুনেতে তার শো করেছেন। শো করে ইতি মধ্যেই ফিরে এসেছেন তাঁর বাড়িতে। সারা দেশ যখন হোলির উৎসবে মাতোয়ারা, তখন গায়ক নিজে জিয়াগঞ্জের বাড়ি থেকে বেরিয়ে পড়েন, আর তাঁকে রাস্তায় এক ঝলক দেখতে পেয়ে পথ আটকে তাঁকে রঙে রঙিন করে দেওয়া হয়।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Arijit Singh: দোলের দিন অরিজিৎ কী করলেন জানেন? এত বড় গায়ককে এই রূপে দেখে মুগ্ধ জিয়াগঞ্জ
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল