‘কয়েক মাস কথাবার্তা হয়েছিল, তারপর…’, হার্দিক পান্ডিয়ার সঙ্গে সম্পর্কের জল্পনা নিয়ে অবশেষে মুখ খুললেন নায়িকা
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
সম্প্রতি একটি সাক্ষাৎকার দিয়েছেন অভিনেত্রী। সেখানে নিজের কেরিয়ার থেকে শুরু করে প্রেমের বিষয়েও কিছু গোপন কথা ফাঁস করেছেন তিনি।
advertisement
1/6

দীর্ঘ সময় পরে প্রচারের আলোয় উঠে এসেছে এষা গুপ্তা। তবে অবশ্য কোনও ছবির জন্য নয়। আসলে ব্যক্তিগত জীবনে চলা উত্থান-পতনের কারণেই সংবাদ শিরোনামে এসেছেন তিনি। সম্প্রতি একটি সাক্ষাৎকার দিয়েছেন অভিনেত্রী। সেখানে নিজের কেরিয়ার থেকে শুরু করে প্রেমের বিষয়েও কিছু গোপন কথা ফাঁস করেছেন তিনি।
advertisement
2/6
হার্দিক পান্ডিয়ার সঙ্গে ডেটিং: ক্রিকেট তারকা হার্দিক পান্ডিয়ার সঙ্গেও জড়িয়েছে এষা গুপ্তার নাম। সেই গুঞ্জনের বিষয়ে এবার নীরবতা ভাঙলেন অভিনেত্রী। ২০১৮ সালে ছড়িয়েছিল এষা আর হার্দিকের সম্পর্কের জল্পনা। যদিও তাঁদের পথ আলাদা হয়ে গিয়েছিল। কিন্তু তাঁদের প্রেম নিয়ে জল্পনা এখনও স্তিমিত হয়নি। এবার সিদ্ধার্থ কান্নানের সঙ্গে বিশেষ আলাপচারিতায় সেই বিষয়েই জানালেন এষা। এষার সঙ্গে হার্দিকের ২ বার সাক্ষাৎ: অভিনেত্রী স্বীকার করে নিয়েছেন যে, “হ্যাঁ আমাদের মধ্যে কিছু সময় কথাবার্তা হয়েছিল। আমার মনে হয় না, আমরা ডেট করছিলাম। কিন্তু হ্যাঁ, আমাদের মধ্যে কথাবার্তা হচ্ছিল।
advertisement
3/6
এরপর আমরা ভাবছিলাম যে, বিষয়টা বাস্তবায়িত হতে পারে কিংবা না-ও হতে পারে। তবে ডেটিংয়ের পর্যায়ে পৌঁছনোর আগেই সবটা শেষ হয়ে গিয়েছিল। তাই এটা ডেটিং-ডেটিং নয়। আমাদের ১-২ বার দেখা হয়েছিল, এটুকুই। তাই হ্যাঁ, কয়েক মাসের জন্য ছিল এবং তারপর শেষ হয়ে গিয়েছিল। কিন্তু ভাল জুটি হতে পারতেন কি না, সেই প্রশ্নের জবাবে এষা বলেন যে, হয়তো সেটা হতে পারত। কিন্তু আমার মনে হয় না, এটা ঘটার ছিল। এমনকী এর আগে অসহায় ওই মানুষটি লাইভ টিভি-তে কিছু বলে ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন। এরপরে আমাদের কথাবার্তা বন্ধ হয়ে গিয়েছিল।”
advertisement
4/6
‘কফি উইথ করণ’-এ পান্ডিয়ার প্রতিক্রিয়ায় এষার মতামত: ‘কফি উইথ করণ’-এর একটি এপিসোডে ক্রিকেটার কেএল রাহুলের সঙ্গে উপস্থিত হয়েছিলেন হার্দিক পান্ডিয়া। সেই প্রসঙ্গে মুখ খুললেন ‘রুস্তম’-খ্যাত অভিনেত্রী এষা। তাঁর কথায়, “ততদিনে আমার চামড়া মোটা হয়ে গিয়েছিল। তাই করণ জোহরের এপিসোডটি সম্প্রচারিত হল, তখন সেটা আমার উপর প্রভাব ফেলেনি। আর অসহায় ওই মানুষটি সেই সময় অনেক কিছুর মধ্যে দিয়ে যাচ্ছিলেন। এবার আমিও বিষয়টিকে বড় করে দেখলে কী হতে পারত? কীভাবে তাঁদের মধ্যে সব কিছু শেষ হয়েছিল, এর জবাবে এষা বলেন, যে সময়ে সেই এপিসোডটি এসেছিল, সেই সময় সম্পর্ক শেষ হয়ে গিয়েছিল। আমরা অনুভব করেছিলাম যে, আমরা একরকম নই এবং আর চালিয়ে যেতে পারছি না।”
advertisement
5/6
হার্দিকের বিরুদ্ধে কিছু বলেননি অভিনেত্রী: এষা আরও বলেন যে, “প্রচারের আলোর তুলনায় আমি পরিবার এবং বাস্তব জীবনকে বেশি পছন্দ করি। তবে অবশ্যই আমি আমার কাজটাকে পছন্দ করি, ক্যামেরা ছাড়া এষা গুপ্তা হতে পারতেন না। কিন্তু দিনের শেষে আমি বাড়ি ফিরতে পছন্দ করি। মায়ের সঙ্গে সময় কাটাতে এবং মায়ের বকুনি খেতে পছন্দ করি।”
advertisement
6/6
অভিনেত্রীর বক্তব্য, “যেমনটা আমি বললাম, হার্দিক পান্ডিয়ার বিরুদ্ধে কিছু নেই। শুধুমাত্র কথাবার্তার পর্যায়েই ছিল। আপনারা জানেন, কীভাবে এগুলি ঘটে! আমরা সাক্ষাতের সেই পর্যায়ে ঠিক পৌঁছইনি। আমার মনে হয় না, আমরা একসঙ্গে আছি। তাই বিষয়টি এগোয়নি। তবে এটা নয় যে, ওঁর বা আমার মধ্যে কোনও খামতি ছিল। তবে আমরা একে অপরের থেকে আলাদা ছিলাম। আর এক মাস অথবা ২ মাসে তিনিও অনুভব করেছিলেন যে, আমি তাঁর পছন্দসই নই। আর আমিও একই রকম অনুভব করেছিলাম।”