TRENDING:

Virat-Anushka's Daughter: বিরাট-অনুষ্কার মেয়ে, তার কি না ‘এই’ সামান্য খাবারের বায়না! গোপন ‘কথা’ ফাঁস অনুষ্কার

Last Updated:
Virat-Anushka's Daughter: মেয়ে ভামিকার পর ঘরে এসেছে পুত্র সন্তান অকায়। সন্তানদের নিয়ে মাঝে মধ্যেই তারকা দম্পতিকে ইতিউতি যেতে দেখা যায়।
advertisement
1/6
বিরাট-অনুষ্কার মেয়ে, তার কি না ‘এই’ সামান্য খাবারের বায়না!
মেয়ে ভামিকার পর ঘরে এসেছে পুত্র সন্তান অকায়। সন্তানদের নিয়ে মাঝে মধ্যেই তারকা দম্পতিকে ইতিউতি যেতে দেখা যায়।
advertisement
2/6
সম্প্রতি, লন্ডন থেকে ভারতে ফিরে একটি অনুষ্ঠানে যোগ দেন অনুষ্কা। সেই অনুষ্ঠানেই তিনি জানালেন তাঁদের মেয়ের প্রিয় খাবারের কথা।
advertisement
3/6
সেই অনুষ্ঠানে অন্যান্য একাধিক বাবা মায়েদের সঙ্গে কথা বলেন অভিনেত্রী। জানান বাচ্চাদের কোন খাবার খাওয়ানো উচিত, কোনটা নয়। আর সেই সময়ই কথা বলতে গিয়ে জানান ভামিকা নাকি আইসক্রিম খেতে দারুণ ভালোবাসে।
advertisement
4/6
অনুষ্কা এদিন জানান, 'ভামিকা ভীষণ আইসক্রিম ভালবাসে। মানে ভীষণ ভালবাসে। ওটা নিয়ে ও অবসেসড পুরো!’
advertisement
5/6
তখন তিনি একটি ঘটনার কথা বলেন। অনুষ্কা বলেন, ‘ভামিকাকে নিয়ে একটা আইসক্রিম মিউজিয়ামে গিয়েছিলাম। আর গিয়েই বলি নাও যা পারো, যতটা পারো খাও। কিন্তু ও মোটেই অত খেতে পারেনি। ওরা ছোট তো তাই ওরা একসঙ্গে অনেক খাবার মুখে ঠুসে নিতে পারে না। বড় জোর দুটো কী দুটোর একটু বেশি আইসক্রিম খাবে। খেয়ে বলবে হয়ে গেছে।'
advertisement
6/6
এই বছরের শুরুতে ছেলে হওয়ার পর দুই সন্তানকে নিয়ে বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা বেশির ভাগ সময়টাই লন্ডনে কাটাচ্ছেন।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Virat-Anushka's Daughter: বিরাট-অনুষ্কার মেয়ে, তার কি না ‘এই’ সামান্য খাবারের বায়না! গোপন ‘কথা’ ফাঁস অনুষ্কার
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল