অর্ধনগ্ন অবস্থায় খুল্লমখুল্লা, অন্তরঙ্গ ফোটোশ্যুট রামগোপালের নায়ক-নায়িকার, ছবি ভাইরাল
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
অপ্সরা আর রকের অন্তরঙ্গ ফোটোশ্যুটে উত্তাল নেটদুনিয়া। তবে এহেন ফোটোশ্যুটে ধিক্কার জানিয়েছেন নেটিজেনদের একাংশ
advertisement
1/6

নেট দুনিয়ায় বোমা ফাটাচ্ছেন রামগোপাল বর্মার নয়া আবিষ্কার ওড়িশার নায়িকা অপ্সরা রানি! পরিচালকের নতুন ওয়েব সিরিজ থ্রিলার-এর নায়িকা অপ্সরা! এবার ছবির নায়কও বাছলেন ওড়িশা থেকেই, নাম রক কাচ্চি
advertisement
2/6
এই মুহূর্তে অপ্সরা ছাড়া আর কিছুই বুঝছেন না রামগোপাল! প্রশংসায় পঞ্চমুখ! ট্যুইটারে লিখেছেন, ওড়িশার ট্যালেন্ট নিয়ে আগে কখনও ভাবিনি! কিন্তু অপ্সরা রানিকে দেখার পর সেই ধারনা বদলেছে!
advertisement
3/6
ওড়িশার মেয়ে অপ্সরা রানি। ২০১৯ সালে 'ফোর লেটার্স' নামে একটি তেলেগু ছবিতে অভিনয় করেছিলেন। বড় হয়েছেন দেহরাদুনে, বর্তমানে থাকেন হায়দরাবাদে। আন্যদিকে রক নবরংপুরের বাসিন্দা।
advertisement
4/6
অপ্সরা রানির আসল নাম অঙ্কিতা মহারাণা । মডেলিং দিয়ে কেরিয়ার শুরু, পরে অভিনয়ে আসেন। ওয়েব সিরিজে সাইন করার পর রক কাচ্ছি জানান, '' আমার জীবনের সবথেকে আনন্দের মুহূর্ত। স্যর, আপনাকে অনেক ধন্যবাদ। ভগবান আমাকে আরেকজন বাবা উপহার দিল।''
advertisement
5/6
সিল্ক স্মিতার নামের থেকে অনুপ্রাণিত হয়েই নিজের নাম অপ্সরা রানি রাখেন সুন্দরী। তবে, অপ্সরা আর রকের এহেন অন্তরঙ্গ ফোটোশ্যুটে বিতর্কও কম কিছু হয়নি! তবে সেসবে আপাতত কান দিতে নারাজ পরিচালক
advertisement
6/6
অপ্সরা আর রক। এহেন অন্তরঙ্গ ফোটোশ্যুটে ধিক্কার জানিয়েছেন নেটিজেনদের একাংশ