Tumi Je Aamar Maa: টেলিভিশনে ঝড়! বেপরোয়া আরোহী, জীবনের চরম মুহূর্তে দেখা মল্লারের সঙ্গে, রুদ্ধশ্বাস সপ্তাহে একের পর এক টানটান পর্ব
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
Tumi Je Aamar Maa: আগুন ঝরানো সপ্তাহে বিশাল চমক
advertisement
1/7

আরোহীর জীবনের চরম মুহূর্ত ৷ অ্যানির পরিবারের সদস্যদের কাছে কাতর আবেদন ডিভোর্সে যেন কোনও ভাবেই দেরি না করা হয় ৷ ছবি সৌজন্যে কালার্স বাংলা ৷
advertisement
2/7
পরিতোষও ডিভোর্সের জন্য সিদ্ধান্ত নেয়, তবে বাচ্চারা যেন আরোহীর সঙ্গেই থাকে এমনই আবেদন ৷ কিন্তু আরোহীর অর্থনৈতিক দুর্বলতাই সন্তানদের ভরণ পোষণে প্রধান অন্তরায় ৷ ছবি সৌজন্যে কালার্স বাংলা ৷
advertisement
3/7
এরপরেই শুরু হয় নিজেকে শেষ করার শপথ এখানেই কাহিনিতে বড়সড় মোচড় ৷ সেই সময়েই আবির্ভাব মল্লারের ৷ ছবি সৌজন্যে কালার্স বাংলা ৷
advertisement
4/7
নানান টানাপোড়েনে দগ্ধ হয়ে বাড়ি ছাড়েন আর কাউকে না জানিয়েই ৷ বাড়ির সবাই চিন্তা শুরু করেন ৷ ছবি সৌজন্যে কালার্স বাংলা ৷
advertisement
5/7
অ্যানির বাড়ি ছাড়ার পর থেকেই আরও জটিলতা শুরু হয় আরোহীর জীবনে ৷ ছবি সৌজন্যে কালার্স বাংলা ৷
advertisement
6/7
এরপরেই মল্লার বাতাসে ভাসিয়ে দেন প্রশ্নচিহ্ন ৷ নতুন সম্পর্কের রসায়ন কি মেনে নেবেন অ্যানি ৷ ছবি সৌজন্যে কালার্স বাংলা ৷
advertisement
7/7
টানাটান পর্ব দেখুন তুমি যে আমার মা, প্রতিদিন রাত ৯টায় দেখুন কালার্স বাংলায় ৷ ছবি সৌজন্যে কালার্স বাংলা ৷